BJP-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন কারা? তালিকায় রয়েছে দুই রাজ্যপালের নাম
Connect with us

দেশের খবর

BJP-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হবেন কারা? তালিকায় রয়েছে দুই রাজ্যপালের নাম

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কে হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। এই নিয়ে গত কয়েক দিন ধরে জাতীয় রাজনীতিতে চলছে জোর জল্পনা। দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত করতে ইতিমধ্যে প্রথম দফায় বৈঠক সেরে ফেলেছে বিরোধি দলগুলি।

আজ মঙ্গলবার বিজেপি নেতৃত্বাধীন দলগুলির তরফে ডাকা হয়েছে একটি বৈঠক। যেখানে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা। বৈঠকে ভার্চুয়াল যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। সূত্র মারফৎ খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহেই ঘোষণা করা হতে পারে BJP-এর তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম।

এদিকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে চলছে জোর জল্পনা। ইতিমধ্যে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিজেপির তরফে দু’জনের নাম উঠে আসছে। তাঁরা হলেন- কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান (Arif Mohammad Khan)। দ্বিতীয় স্থানে আছেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। আজ বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। সেই বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম চূড়ান্ত হতে পারে বলে খবর।

Advertisement

আরও পড়ুন: Agnipath: বিক্ষোভে উত্তাল দেশ, জারি হল অগ্নিবীরদের নিয়োগ বিজ্ঞপ্তি

সূত্রের খবর, বিজেপির তরফে রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে অনেকের নাম শোনা গেলেও দলের অন্দরে এই দু’জনের নাম নিয়ে তৈরি হচ্ছে গুঞ্জন। কিন্তু জানেন কি এই আরিফ মহম্মদ কে? কেনই বা তাঁর নাম রাষ্ট্রপতি পদপ্রার্থীদের তালিকায় ঘোরাফেরা করছে?

জানা গিয়েছে, বিজেপির একাংশের মতে আরিফ মহম্মদ খানের মধ্যে এমন অনেক গুণ রয়েছে, যা BJP-এর আদর্শ ও রাজনীতির সঙ্গে মানানসই। প্রথমত, আরিফ কট্টরপন্থী মুসলিম নন। মৌলবাদের বিরুদ্ধেও সরব হতে দেখা গেছে তাঁকে। এই ব্যাপার শাহ বানো মামলার (Shaho Bano Case) প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। তৎকালীন রাজীব গান্ধী (Rajiv Gandhi) সরকারের বিরুদ্ধে উগ্র মুসলিমদের কাছে মাথা নোয়ানোর অভিযোগ করে রাজীব মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন আরিফ মহম্মদ খান।

Advertisement

অন্য দিকে, আরিফ মহম্মদ খানের পাশাপাশি ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুর নামও উঠে আসছে BJP-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে। আর এর পিছনে কাজ করছে ভোট রাজনীতি। ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি। আর এই সম্প্রদায় থেকে এখনও কেউ দেশের রাষ্ট্রপতি হতে পারেননি।

আরও পড়ুন: একই পরিবারের আত্মঘাতী ৯ জন, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ

রাজস্থান, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা এবং জম্মু ও কাশ্মীর সহ উত্তর-পূর্ব ভারতে উপজাতি জনগোষ্ঠীর বসবাস। আর সেক্ষেত্রে রাষ্ট্রপতি হিসেবে দ্রোপদী মুর্মু নির্বাচিত হলে, উপজাতি গোষ্ঠীর জনসমর্থন গেরুয়া শিবিরে দিকে আসার সম্ভাবনা। সব মিলিয়ে এখন দেখার রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কে দৌড়ে এগিয়ে থাকে!

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.