বাংলার খবর
টিনের বাড়িতে বাস, এখনও অন্যের জমিতে ক্ষেত মজুরি করে সংসার চালান তৃণমূলের পঞ্চায়েত প্রধান!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হওয়ার ছবি দেখছে রাজ্যবাসী। ঠিক তখনই বীরভূমের ইলামবাজারে ধরা পড়ল অন্য চিত্র। তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান মালতি বিশ্বাসের বাড়ি টিন দিয়ে তৈরি। গত বছর অর্থাৎ ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন মালতি বিশ্বাস। কিন্তু, নিজের ‘আখের’ এখনও পর্যন্ত গুছিয়ে উঠতে পারেননি। এখনও পর্যন্ত পরের জমিতে বাদাম লাগাতে বা চাষ করতে নিজের স্বামীকে সাহায্য করেন। এবং নিজেও কিছু পয়সার বিনিময়ে অন্যের জমিতে চাষ করতে যান। ফিরে এসে বাড়িতে আবার সংসারের কাজও করতে হয় মালতি বিশ্বাসকে।
একদমই সাদামাটা জীবন যাপন করেন ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান মালতি বিশ্বাস। আর এসব কাজ করে প্রতিদিনই প্রায় ইলামবাজার গ্রাম পঞ্চায়েতে হাজির হন। এবং সাধারণ মানুষের অভাব অভিযোগও শোনেন। এবং তাদেরকে যথাসাধ্য সাহায্যও করেন। অনেক মানুষের বাড়ি করে দেওয়ার জন্য সরকারি প্রকল্পে নাম লিখিয়ে দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত সরকারি প্রকল্পে বা নিজের উদ্যোগে নিজের বাড়ি তৈরি করতে পারেননি। তবে ইচ্ছা রয়েছে পাকা বাড়ি তৈরি করার। কিন্তু সাধ্য নেই। সাধ্য হলে নিজের জন্যও এরকম বাড়ি তৈরি করবেন বলে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন মালতি বিশ্বাস।
ইলামবাজার গ্রাম পঞ্চায়েতের মানুষজন তাঁকে এই ভাবেই দেখে আসছে প্রথম দিন থেকে। প্রধান হওয়ার আগেও যে ভাবে জীবন-যাপন করতেন, এখনও একই রকম ভাবে জীবন যাপন করেন তিনি। প্রধান বলে কোথাও গর্ব অনুভব করেন না। বরঞ্চ মানুষের কাজে লাগেন, উপকার করেন বলেই জানিয়েছেন গ্রামবাসীরা।
বিরোধীদের বক্তব্য, ‘নিঃসন্দেহে মালতি বিশ্বাস একজন ভালো মহিলা। একই রকম জীবন যাপন করতে দেখছি প্রধান হওয়ার আগেও। এখনও একই রকম জীবন যাপন করেন। তবে তৃণমূল কংগ্রেস ওনাকে শুধু কাঠের পুতুল করে দাঁড় করিয়ে রেখেছে। কাজ তো অন্যজন করে দেয়। মানে কাট মানি তো অন্যজন নেয়। ওনাকে কিছুই দেয় না। তাই ওনার এমন জীবন যাপন। তবে এখনও পর্যন্ত উনার কাজের কোনও ভুল আমাদের চোখে পড়েনি। বা কোথাও তিনি টাকা-পয়সা নিয়েছেন, এমনটা শোনা যায় না।’