Mamata Banerjee : 'আমার গায়ে কালি ছেটালে হাতে আলকাতরা আছে', কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর
Connect with us

বাংলার খবর

Mamata Banerjee : ‘আমার গায়ে কালি ছেটালে হাতে আলকাতরা আছে’, কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার বঙ্গবিভূষণ, বঙ্গভূষণ অনুষ্ঠানের মঞ্চে নীরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েকদিন ধরে SSC দুর্নীতিতে তোলপাড় রাজ্য রাজনীতি। সমালোচনায় সরব জাতীয় রাজনীতিও। এবার সেই সব ইস্যুতে নজরুল মঞ্চে সরকারি অনুষ্ঠানে বাধ্য হয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নজরুল মঞ্চে উপস্থিত হয়ে তিনি বলেন, ”সারাজীবন রাজনীতি করেছি, জীবন ভোগ করার জন্য নয়। ত্যাগের জন্য। স্কুলে কী সব স্টুডেন্টরাই কী এক হয়? দুর্নীতিকে সাপোর্ট করা আমার নেশাও না পেশাও না। সাংসদের পেনশনের টাকা নিই না। কেউ ভুল করতেই পারে। ভুল করাটাও একটা অধিকার। যখন আমি শুনেছিলাম কয়েকজন রাস্তায় বসেছে চাকরির জন্য নিজে গিয়ে দেখা করে এসেছিলাম। আমিও চাই সত্যির বিচার হোক। যাবজ্জীবন কারাদন্ড হলে আমার কিছু যায় আসে না। আমার ছবি নিয়ে প্রচার চালাচ্ছে সিপিএম, বিজেপি। আমি বই লিখি। সেখান থেকে আমার উপার্জন হয়। ওই মহিলা পার্থর বন্ধু। আমি কী করে জানব? আমি কী ভগবান!! আমার সম্মানহানি করলে জেনে নেবেন আহত সিংহ কিন্তু ভয়ঙ্কর”।

আরও পড়ুন: যাত্রী মনোরঞ্জনে আজ থেকেই লোকাল ট্রেনে TV, কোন ডিভিশনে জানুন…

Advertisement

এদিন নজরুল মঞ্চ থেকে কেন্দ্রকে কার্যত তুলোধনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”চোর-ডাকাতদের তৃণমূল রেয়াত করে না। আমার গায়ে কালি ছেটালে আমার হাতে আলকাতরা আছে। ১০০ টা চাকরির মধ্যে ১টা চাকরি নিজের লোক কে দেয় না  কেউ কোনো অভিযোগ করল না। সরকার ও দলের সঙ্গে ওই মহিলা যুক্ত নয়”।

আরও পড়ুন:  CBSE Exam, ৯৬ শতাংশ নম্বর পেয়ে জেলার মধ্য প্রথম হওয়া আগমনীকে সংবর্ধনা রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর

 তিনি আরও বলেন, ”সত্য প্রমাণ হলে কারাদণ্ড দিন। আমি কোনও অন্যায়কে সমর্থন করি না। কেউ কখনও কখনও অন্যায় করতেই পারে। সবাই সাধু বলতে পারব না। একজন মহিলার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। সত্য প্রমাণ হলে কারাদণ্ড দিন। জ্ঞানত করলে অপরাধ, অজ্ঞানত করলে আলাদা ব্যাপার। জেনেশুনে কখনও অন্যায় করিনি। না জেনে ভুল করলে ক্ষমা চাইব। সঠিক সময়ের মধ্যে বিচার হোক। কখনও কেউ কেউ ট্র্যাপ করে। আমি নিজের এমএলএ এমপি কাউকে কেয়ার করি না। অযথা আমার গায়ে কালি ছেটানো হচ্ছে। আমার গায়ে কালি ছেটানোর চেষ্টা করবেন না। আমি অন্যায় দেখে নিজের দলের ছেলেদের অ্যারেস্ট করিয়েছি। আমি মন্ত্রীদেরও রেয়াত করি না। বই থেকে রয়্যালিটি পাই, কারও পয়সায় খায় না। মন্ত্রীদেরও ছাড়া হয় না। আমার ধারণা রাজনীতি মানে ত্যাগ”।

Advertisement

আরও পড়ুন: অন্যায় করলে নেতামন্ত্রীদেরও রেয়াত করি না, নাম না করে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের

আরও পড়ুন: মমতাও এবার জানিয়ে দিলেন, অর্পিতার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই

আরও পড়ুন: Ram Nath Kovind: বিদায় বেলাতেও সমালোচনার মুখে কোবিন্দ, BJP-র দূত কটাক্ষ মুফতির

Advertisement

 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.