বাংলার খবর
আনিস খান হত্যাকাণ্ডে CBI-তে ভরসা নেই! SIT-এর তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সিবিআই নয়, হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানের হত্যাকাণ্ডে রাজ্যের তদন্তকারী সংস্থা ‘সিট’ (SIT) আস্থা রাখল কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার আনিস খান হত্যাকাণ্ডের মামলায় বড় রায় ঘোষণা করল আদালত। এদিনের রায়ে বলা হয়েছে আনিস খান হত্যাকাণ্ডে সিট’ই তদন্ত করবে। এই মামলা সিবিআই (CBI)এর হাতে পাঠানোর কোনও প্রয়োজন নেই বলেও এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি রাজশেখর মান্থা আনিস মামলায় সিটকে স্বচ্ছভাবে তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলেন।
তিনি আরও জানান, সিবিআইয়ের কোনও দরকার। রাজ্য তদন্তকারী দলই গুরুত্ব সহকারে এই মামলার তদন্তভার নিক। যদিও হাইকোর্টের এই রায় মানতে নারাজ আনিস খানের বাবা সালেম খান। সিঙ্গল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ডিভিশন বেঞ্চের কাছে যাবেন বলে জানিয়েছেন।
আরও পড়ুন: কবর থেকে আনিসের দেহ তুলতে তদন্তকারীদের বাধা এলাকাবাসীর, আদালত অবমাননার অভিযোগ পুলিশের
শুধু আনিস খানের বাবা নয়, আদালতের এদিনের রায়ের বিরোধিতা করেছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা CPIM-এর রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্্য। মঙ্গলবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সিটের তদন্তে আস্থা নেই তার। সিট এই মামলার যথাযথ তদন্ত করতে পারবে না বলেও জানান তিনি। শুধু তাই নয়, তিনি আরও জানান, আনিস খানকে অত্যান্ত ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে।
প্রসঙ্গত, গত মার্চ মাসের ১৮ তারিখ নিজের বাড়িতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আনিস খানের। পরিবারের লোকজনের অভিযোগ আমতা থানার পুলিশ তাদের ছেলেকে খুন করেছে। তারপর থেকেই উত্তাল হয়ে ওঠে সারা রাজ্য।
আরও পড়ুন: একই পরিবারের তিন জন আত্মঘাতী!
আনিস খানের পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি জানাতে শুরু করেন। এরপর রাজ্য সরকার তদন্তের জন্য একটি সিট গঠন করে। যদিও পরিবারের লোকেরা নিরপেক্ষ তদন্তের জন্য হাইকোর্টে মামলা করে। হাইকোর্টও সিট-এর ওপর তদন্তের ভার দেয়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সিটের তদন্তের কথা বলেন। যদিও এই ঘটনায় ইতিমধ্যে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।