দেশের খবর
দেশে করোনা আক্রান্তের সংখ্যা আরও কমল, তবে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ে বহু মানুষ যেমন আক্রান্ত হয়েছিলেন তেমনই বহু মানুষের অকালে মৃত্যু হয়েছিল। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। তারপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু এরমধ্যে আফ্রিকায় হানা দেয় ওমিক্রন।
তার পরই সারা বিশ্বজুড়ে বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। বিদেশের পাশাপাশি দেশেও বাড়তে শুরু করেছিল করোনা আক্রান্তের সংখ্যা। করোনার তৃতীয় ঢেউ রোধের জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে সরকার। তারপর থেকেই ধীরে ধীরে কমতে শুরু করেছে সংক্রমণ। গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের গ্রাফ নিম্নমুখী। মঙ্গলবার করোনা আক্রান্ত হয়েছিল ১ লক্ষ ৬৭ হাজার ৫৯ জন। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ১৬ লক্ষ ৩০ হাজার ৮৮৫ জন। সংক্রমণ কমায় কমেছে দৈনিক সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ৯.২৬ শতাংশ। তবে সংক্রমণ কমলেও গত কয়েকদিন ধরেই দেশে মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। বুধবারও তার ব্যতিক্রম হল না।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩৩ জনের। এরমধ্যে শুধুমাত্র কেরলেই মারা গিয়েছেন ১ হাজার ৬৩ জনের। জানা গিয়েছে, আগের মৃত্যুর খতিয়ান গত ২৪ ঘণ্টার মৃত্যুর তালিকায় যুক্ত হওয়াতেই লাফিয়ে বেড়ে গিয়েছে মৃত্যুর সংখ্যা। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৪ লক্ষ ৯৭ হাজার ৯৭৫ জনের। পাশাপাশি বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৮১ হাজার ১০৯ জন। করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সাধারণ মানুষ এবং সরকার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৭ লক্ষ ৪২ হাজার ৭৯৩টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭৩ কোটি ২৪ লক্ষ ৩৯ হাজার ৯৮৬ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৫৭ লক্ষ ৪২ হাজার ৬৫৯ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৬৭ কোটি ২৯ লক্ষ ৪২ হাজার ৭০৭ জনের।