বাংলার খবর
ল্যান্ডমাইন রেখে নাশকতার চেষ্টার অভিযোগে লালগড় থেকে গ্রেফতার এক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত বিধানসভা নির্বাচনের সময় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় ল্যান্ডমাইন উদ্ধার করেছিল পুলিশ। গত বছরের ৭ মার্চ ঝাড়গ্রাম জেলার লালগড় থানার তেঁতুলিয়া কালভার্টের কাছ থেকে শক্তিশালী ল্যান্ডমাইন উদ্ধার করে লালগড় থানার পুলিশ।
ওই ঘটনার তদন্ত শুরু করে লালগড় থানার পুলিশ। তদন্ত করে লালগড় থানার পুলিশ জানতে পারে ওই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে লালগড় থানার ঢেকুয়া গ্রামের বাসিন্দা চুনীলাল মান্ডি। রবিবার রাতে চুনীলাল মান্ডিকে লালগড় থানার পুলিশ গ্রেফতার করে। সোমবার তাঁকে ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। তাঁর বিরুদ্ধে নাশকতার চেষ্টা, নাশকতার ঘটনা ঘটানোর অভিযোগ সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের করেছে লালগড় থানার পুলিশ। তদন্তের জন্য চুনীলাল মান্ডিকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন করে লালগড় থানার পুলিশ।
লালগড় থানার পুলিশের আবেদন আদালত মঞ্জুর করেছে। দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ঝাড়গ্রাম আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি ধৃত চুনীলাল মান্ডিকে চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। চুনীলাল মান্ডিকে নিজেদের হেফাজতে নিয়ে লালগড় থানার পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে ওই ঘটনার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে। তাঁর সঙ্গে মাওবাদীর যোগাযোগ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এমনকি মাওবাদীদের কাছ থেকেই চুনীলাল ওই ল্যান্ডমাইন জোগাড় করেন বলেও মনে করছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে লালগড় থানার ঢেকুয়া এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।