দেশের খবর
দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে নামল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বের নজর রয়েছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের দিকে। যুদ্ধের পরিস্থিতি দেখে অনেকেই আশঙ্কা করছেন, এই যুদ্ধ সারা বিশ্বে না ছড়িয়ে পড়ে। সারাবিশ্বে যখন যুদ্ধের কালো মেঘে ঢাকা পড়েছে ঠিক সেই সময় করোনা থেকে ধীরে ধীরে স্বস্তি ফিরতে চলেছে দেশে।
অবশেষে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দশ হাজারের নিচে নেমে গেল। করোনা আক্রান্তের সংখ্যা কমতে থাকায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। স্কুল কলেজ ফের খুলে দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৩ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ১৬ হাজার ৭৬৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৯ জনের। সুতরাং বোঝাই যাচ্ছে করোনা থেকে ধীরে ধীরে স্বস্তি ফিরতে চলেছে দেশে।