দেশের খবর
কাশ্মীরে পুলিশ আধিকারিকে গুলি জঙ্গির!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জম্মু কাশ্মীরে বেড়েই চলেছে জঙ্গি কার্যকলাপ। পাশাপাশি বাড়ছে অনুপ্রবেশের চেষ্টা, পুলিশ এবং সেনাবাহিনীর ওপর আক্রমণ। এবার পুলিশ কর্মীর ওপর আক্রমণের খবর পাওয়া গেল জম্মু-কাশ্মীরের সেপিয়ানের অসীমপোরা জেলায়।
খবর পাওয়া গিয়েছে, বুধবার সকালে একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন এক পুলিশ আধিকারিক। ওই পুলিশ আধিকারিকের নাম সাবির আহমেদ। তিনি স্থানীয় থানার এএসআই। সেখানে ওঁত পেতে ছিল জঙ্গি। নমাজ শেষে বাইরে আসতেই ওই পুলিশ আধিকারিকের ওপর গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।
গুরুতর জখম ওই পুলিশ আধিকারিক মাটিতে লুটিয়ে পড়েন। গোটা এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে পুলিশের বিশাল বাহিনী। পুলিশ আধিকারিকরা সাবির আহমেদকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। বিশাল পুলিশ বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে এবং তল্লাশি শুরু করেছে। খবর পাওয়া গিয়েছে, এখনও ওই আক্রমণকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।