দেশের খবর
আরও কমল সংক্রমণ, দেশে কি নিয়ন্ত্রণের পথে করোনা! আশাবাদী দেশবাসী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ধীরে ধীরে করোনা থেকে স্বস্তি ফিরছে দেশে। গত কয়েকদিন ধরেই ক্রমশ নিম্নমুখী করোনা আক্রান্তের সংখ্যা। ফলে আশাবাদী সাধারণ মানুষ। করোনা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল সাধারণ মানুষ। বহু জীবন অকালে চলে গিয়েছে। স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন। কর্মহীন হয়ে পড়েন বহু মানুষ।
স্কুল কলেজ বন্ধ হয়ে যায়। এরপর সরকার করোনা রোধ করার জন্য একের পর এক পদক্ষেপ গ্রহণ করে। শুরু হয় ভ্যাকসিন দেওয়া। যার ফলে সাধারণ মানুষের মনে আত্মবিশ্বাস ফিরতে শুরু করে। স্বাভাবিক ভাবেই করোনা সংক্রমণের সংখ্যা কমতে শুরু করেছে। গত কয়েকদিন ধরেই এক নাগারে কমেছে করোনা আক্রান্তর সংখ্যা। আক্রান্তের সংখ্যা কমতে কমতে কুড়ি হাজারের নিচে নেমে গেল। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯৬৮ জন। এরমধ্যে কেরোলি আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ৬ হাজার মানুষ। শনিবার আক্রান্তের সংখ্যা ছিল ২২ হাজার ২৭০।
এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪ কোটি ২৮ লক্ষ ২২ হাজার ৪৭৩ জন। সংক্রমণ কমার পাশাপাশি কমেছে দৈনিক সংক্রমণের হারও। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ১.৬৮ শতাংশ। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭৩ জনের। এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৫ লক্ষ ১১ হাজার ৯০৩ জন। এছারা গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা থেক সুস্থ্য হয়ে উঠেছেন ৪৮ হাজার ৮৪৭ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগী রয়েছেন ২৯ হাজার ৫৫২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৮৭ হাজার ৭৬৬টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭৫ কোটি ৯৩ লক্ষ ১৫ হাজার২৪৬ জনের। গত ২৪ ঘন্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৩০ লক্ষ ৮১ হাজার ৩৩৬ জন। এখনও পর্যন্ত দেশে টিকাকরণ হয়েছে মোট ১৭৫ কোটি ৩৭ লক্ষ ২২ হাজার ৬৯৭ জনের।