দেশের পাশাপাশি রাজ্যেও কমছে করোনা আক্রান্তের সংখ্যা
Connect with us

দেশের খবর

দেশের পাশাপাশি রাজ্যেও কমছে করোনা আক্রান্তের সংখ্যা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশে আরও কমল করোনা আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। আক্রান্তের সংখ্যা কমতে থাকায় ধীরে ধীরে স্বস্তি ফিরছে দেশে। সোমবার যেখানে করোনা আক্রান্ত হয়েছিলেন ৮ হাজার ১৩ জন।

সেখানে মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯১৫ জন। পাশাপাশি, করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ১৬ হাজার ৮৬৪ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮০ জনের। আক্রান্তের সংখ্যা কমতে থাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও কমতে শুরু করেছে আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৯ জন। আক্রান্তের সংখ্যা একশোর নিচে নামায় স্বস্তি ফিরছে রাজ্যে। গত সোমবার রাজ্যে আক্রান্তের সংখ্যা ছিল ২১৫ জন। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ২০৪ জন। সুতরাং ধীরে ধীরে করোনা থেকে দেশের পাশাপাশি স্বস্তি ফিরছে রাজ্যেও।

Advertisement