দেশের খবর
শিশুদের ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের! ৬-১২ বছরের শিশুদের দেওয়া যাবে কোভ্যাক্সিন টিকা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে স্বাভাবিক হতে শুরু করেছিল জনজীবন। কিন্তু আবারও দেশে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। চতুর্থ ঢেউয়ের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এই আশঙ্কার মধ্যেই এবার ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনার ভ্যাকসিন দেওয়ার অনুমতি দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। শুধুমাত্র ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন (Covaxin) ব্যবহারের অনুমতি দিয়েছে ডিজিসিআই। সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশনের সাবজেক্ট এক্সপার্ট কমিটির সুপারিশ মেনেই এই টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে ডিজিসিআই।
আরও পড়ুনঃ দাবদাহ থেকে বাঁচতে মর্নিং স্কুলের নির্দেশিকা জারি শিক্ষা দফতরের
ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে টিকা প্রস্তুতকারী সংস্থাকে সুরক্ষা পরিসংখ্যান সহ টিকার নেতিবাচক প্রতিক্রিয়া সংক্রান্ত সমস্ত রিপোর্ট আগামী ২ মাসে ১৫ দিন অন্তর জমা দিতে বলা হয়েছে। এবং পরবর্তী পাঁচ মাসে প্রত্যেক মাসে সেই রিপোর্ট দিতে হবে ডিজিসিআই-কে। ২০২১ সালের ২৪ ডিসেম্বর ১২ থেকে ১৮ বছর বয়সীদের জরুরী ভিত্তিতে টিকা দেওয়ার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এই বছরের ৩ জানুয়ারি থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের এই কোভ্যাক্সিন টিকা দেওয়া হচ্ছে। পরবর্তীকালে ডিজিসিআই ৫ থেকে ১২ বছর বয়সীদের ‘বায়োলজিক্যাল ই’ সংস্থার তৈরি কর্বেভ্যাক্স টিকা দেওয়ার কথা ঘোষণা করেছিল। গত ১৪ মার্চ থেকে ওই কর্বেভ্যাক্স টিকা দেওয়া শুরু হয়েছে ১২ থেকে ১৪ বছর বয়সীদের।
আরও পড়ুনঃ রাজ্য জুড়ে চলছে তাপপ্রবাহ, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা সংসদের
করোনার তৃতীয় ঢেউ সামলে গত ফেব্রুয়ারি থেকেই আবার স্কুলমুখী হয়েছে শিশুরা। এই পরিস্থিতিতে আরও বেশি করে শিশুদের ভ্যাকসিনের আওতায় আনা জরুরি বলে মনে করছেন চিকিৎসকরা। সেই কথা মাথায় রেখেই এবার জরুরী ভিত্তিতে ৬ থেকে ১২ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়ার অনুমতি দিল ডিজিসিআই। ইতিমধ্যেই গোটা দেশে ১৮৭ কোটি করোনার টিকা দেওয়া হয়ে গিয়েছে। গত ১৬ মার্চ থেকে কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, ষাটোর্ধ্বদেরও প্রিকশন টিকাকরণ শুরু হয়েছে। কো-মর্ডিবিটি নেই, ষাটোর্ধ্ব এমন ব্যক্তিরাও করোনা টিকার প্রিকশন ডোজ নিতে পারছেন। দ্বিতীয় ডোজ নেওয়ার ৯ মাস বা ৩৯ সপ্তাহ পর এই ডোজ নেওয়া যাচ্ছে। ১৮ ঊর্ধ্বদের গত বছরের পয়লা মে থেকেই টিকা দেওয়া শুরু হয়েছে। সম্প্রতি আইআইটি কানপুরের এক গবেষণায় বলা হয়েছে আগামী জুনের মধ্যেই গোটা দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। এবং আগামী অগাস্টে তা শিখরে পৌঁছবে। এবং এর দাপট বজায় থাকতে পারে আগামী অক্টোবর পর্যন্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদেরও টিকার আওতায় আনা নিঃসন্দেহে ইতিবাচক বলেই মনে করছেন চিকিৎসকরা।