দেশের খবর
তুষারপাতে পাকিস্তানে ৪২ জনের মৃত্যু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বছরের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত পাকিস্তান। একদিকে তুষারপাত অন্যদিকে প্রবল বৃষ্টি। রবিবার সকালে তুষারপাতে আটকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। অন্যদিকে প্রবল বৃষ্টি এবং কনকনে ঠাণ্ডায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
এখনও পর্যন্ত নিখোঁজ বহু। সবমিলিয়ে এখনও পর্যন্ত পাকিস্তান থেকে ৪২ জনের প্রাণহানির খবর মিলছে। উল্লেখ্য, শনিবার থেকে পাকিস্তানের উত্তর প্রান্তে পর্বতচূড়ায় অবস্থিত শহর মুরিতে তুষারপাতের কারণে গাড়িতে আটকে পড়েন প্রচুর পর্যটক। প্রবল তুষারপাতের কারণে রাস্তায় গাড়ি আটকে যায়। ফলে গাড়ি সরানো যায়নি। এদিকে প্রবল ঠাণ্ডায় গাড়িতেই ২২ জনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
পরিস্থিতি সামাল দিতে গাড়িতে আটকে থাকা পর্যটকদের কম্বল এবং খাবার বিতরণ করছে স্থানীয় প্রশাসন। আগামী দু’দিন ওই শহরে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাকিস্তানের আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার রাত পর্যন্ত চলবে তুষারপাত এবং বৃষ্টি। যার জেরে পাহাড়ি এলাকায় মেঘভাঙা বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনকে তৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো দেশের বিভিন্ন প্রান্তে সেনা, আধা সমারিক বাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে।