চাকা পিছলে যাত্রী বোঝাই বাস গভীর খাদে, পাকিস্তানে মৃত ১৯
Connect with us

আন্তর্জাতিক

চাকা পিছলে যাত্রী বোঝাই বাস গভীর খাদে, পাকিস্তানে মৃত ১৯

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অর্থনীতির বেহাল দশা। দুঃসময় যেন কিছুতেই কাটছে না পাকিস্তানের। রবিবার ভারতের পড়শি দেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৯ জন। জখম বহু।

জানা গিয়েছে, রবিবার সকালে প্রায় একশো ফুট গভীর একটি খাদে পড়ে যায় বাসটি। এখনও সেখানে উদ্ধার কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে পথ দুর্ঘটনার সংখ্যা বেড়েই চলেছে পাকিস্তানে।

জানা গিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে কোয়েটার দিকে যাচ্ছিল বাসটি। মোট ৩০ জন যাত্রী ছিল বাসে। বৃষ্টিভেজা রাস্তায় আচমকাই গতি বাড়িয়ে দেয় চালক। তার ফলেই চাকা পিছলে যায়। সঙ্গে সঙ্গে গভীর খাদের মধ্যে পড়ে যায় বাসটি।

Advertisement

আরও পড়ুন: ‘কোথাও থেকে তো শুরু হয়’…. সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিল গেটসের বায়োডাটা

স্থানীয় পুলিশের তরফে জানানো হয়, চাকা পিছলে যাওয়ার ফলেই দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। স্থানীয় পুলিশ কমিশনার মেহতাব শাহ জানিয়েছেন, উদ্ধার হওয়া মৃতদেহগুলি শনাক্ত করার কাজ চলছে।

আরও পড়ুন: সাত দিনে পদ্মা সেতু থেকে কত টাকা টোল আদায় হয়েছে জানেন!

Advertisement

জীবিত অবস্থায় যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের অবস্থা খুবই আশঙ্কাজনক। সেই কারণেই মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলের নিকটবর্তী হাসপাতালে জরুরি ভিত্তিতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা করা হচ্ছে।