আন্তর্জাতিক
চাহিদার তুলনায় অপ্রতুল বিদ্যুৎ সরবরাহ, টেলিকম-ইন্টারনেট পরিষেবা বন্ধের মুখে পড়শি দেশে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শ্রীলঙ্কার মতোই চরম অর্থনৈতিক সঙ্কটের মুখে দেশ। টাকার ভাঁড়ে টান পড়ায় বিদ্যুৎ সাশ্রয় করতে খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে টেলিকম এবং ইন্টারনেট পরিষেবা।
শুক্রবার পাকিস্তানের (Pakistan) ন্যাশনাল ইনফরমেশন টেকনোলজি বোর্ড (NITB) দেশে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করার বিষয়ে সতর্ক করেছে। পাক প্রশাসন সূত্রে খবর, ‘NITB’ টুইটারে দাবি করেছে, ”বিদ্যুৎ-এর ঘাটতির কারনে দেশব্যাপী ইন্টারনেট এবং টেলিকম পরিষেবা পরিচালনা করতে ব্যাপক সমস্যা হচ্ছে। যার ফলে অদূরে বিদ্যুৎ সঙ্কটের কারনে এই পরিষেবাগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যেতে পারে”।
আরও পড়ুন: পদ্মা সেতুর নাট খুলে দুর্বিষহ জীবন, ক্ষমা চাইছেন বাংলাদেশি টিকটকার
শুধু তাই নয়, দেশের GDP হার নিম্নগামী হওয়ায় চলতি জুলাই মাসে পাকিস্তানজুড়ে বিদ্যুৎ সঙ্কট ব্যাপক এবং দেশবাসী প্রচন্ড লোডশেডিং এর মুখে পড়তে পারেন বলে আগাম জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি আরও জানান, লিকুইড জ্বালানির ঘাটতি থাকায় এই সমস্যা তৈরি হতে পারে। যদিও দ্রুত এই সমস্যা মেটাতে পাক সরকার যে বদ্ধপরিকর সে কথাও জানিয়ে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, জুলাই মাসে জাতীয় গ্যাস সরবরাহের জন্য একটি চুক্তিতে সম্মত না হওয়ায় পাকিস্তান ব্যাপক বিদ্যুৎ সংকটের মুখোমুখি হয়েছে। রিফিনিটিভ ডেটা দেখিয়েছে যে, দেশটি বিদ্যুত উৎপাদনের জন্য এলএনজি কেনার জন্য যা করছে তা যথেষ্ট নয়।
আরও পড়ুন: পেটে ব্যথা নিয়ে বাথরুমে গিয়েছিলেন তরুণী, বের হলেন সন্তান কোলে নিয়ে!
এদিকে শক্তি সংরক্ষণ বাড়ানোর লক্ষ্যে, পাকিস্তান সরকার এবার থেকে সরকারি কর্মচারীদের কাজের সময় কমিয়ে দিয়েছে এবং করাচি সহ বিভিন্ন শহরের শপিং মল ও কারখানাগুলি তাড়াতাড়ি বন্ধ করার নির্দেশ দিয়েছে।