দেশের খবর
জঙ্গি হামলায় নাইজেরিয়ায় শিশুসহ নিহত প্রায় ২০০!

বেঙ্গল এক্সপ্রেস নিউজহ: ফের রক্তাক্ত নাইজেরিয়া। জঙ্গি হামলায় উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় মৃত্যু হয়েছে যুবক-যুবতী থেকে শিশু-বৃদ্ধ সহ অন্তত ২০০ জনের। এখনও পর্যন্ত নিখোঁজ বহু। জানা গিয়েছে, সপ্তাহের শুরুতেই জঙ্গিদের ঘাঁটি দখল করেছিল সেনা ও পুলিশের যৌথবাহিনী।
তারই প্রতিশোধ নিতে গ্রামবাসীদের নির্মমভাবে হত্যা করল জঙ্গিরা। সূত্রের খবর, বহুদিন ধরেই উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ায় জঙ্গিদের ঘাঁটি তৈরি হয়েছে। অভিযোগ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মান্দু বুহারি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ। আর সেই সুযোগই নিয়েছে জঙ্গিরা। জানুয়ারির শুরু থেকেই জঙ্গিদের ঘাঁটি দখলের লড়াই চলছিল।
আকাশপথে সে সমস্ত এলাকায় হামলা চালিয়েছিল সেনাবাহিনী, সেই হামলায় একাধিক জঙ্গিকে নিকেশও করা হয়। তারই প্রতিশোধ নিতে উত্তর পশ্চিম নাইজেরিয়ার জামফারা প্রদেশের একের পর এক গ্রামে হানা দেয় জঙ্গিগোষ্ঠী। শনিবার বাইকে চেপে প্রায় ৩০০ জঙ্গি জামফারা প্রদেশের ৮টি গ্রামে হামলা চালায়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হয়েছে। গোটা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মহল।