বিদেশের খবর
সারা খান যার লাভ লাইফ টা ছিল পুরোই নাটকে ভরা, বিশদে জানতে পড়ুন বিস্তারিত
নাটকের নায়িকা অন্য আরেকজনকে বিয়ে করে নিয়েছেন এবং নায়কও অন্য আরেকজন নায়িকা কে বিয়ে করেছেন। এই দুজন অন্য দুজনকে বিয়ে করার পেছনে রয়েছে একটু টুইস্ট

বেঙ্গল এক্সপ্রেস: সারা খান পাকিস্তানের একজন অন্যতম সুন্দরী নায়িকা। যার জীবনে প্রেম এসেছে বহুবার কিন্তু একটি প্রেম এতটাই নাটকীয় ছিল যে সিনেমা কেউ হার মানায়। লাভ লাইফের আলোচিত প্রেম ছিল পাকিস্তানেরই অন্য আরেকজন নায়ক আগা আলীর সাথে। এবং সেই মজবুত প্রেম কাহিনী ও ভেঙ্গে যায় খুব নাটকীয় ভাবে।
এরপর নাটকের নায়িকা অন্য আরেকজনকে বিয়ে করে নিয়েছেন এবং নায়কও অন্য আরেকজন নায়িকা কে বিয়ে করেছেন। এই দুজন অন্য দুজনকে বিয়ে করার পেছনে রয়েছে একটু টুইস্ট যেটা আজ আমরা আলোচনা করব। 2012 সালে সারা “বাডি আপা” নামক একটি সিরিয়ালে সাপোর্টিং রোল হিসেবে অ্যাক্টিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ব্যাক টু ব্যাক কয়েকটি সিরিয়ালে কাজ করেছেন তিনি। তবে ২০১৭ সালে “তুমহারে হে”সিরিয়ালে কাজ করতে গিয়ে পরিচয় হয় তার কো-অ্যাক্টর আগা আলী সাথে। আগার ফ্যামিলি টা বলিউডের কাপুর ফ্যামিলির মতো, অর্থাৎ বংশ-পরম্পরায় সবাই নায়ক বা নায়িকা। এমনই আগা আলী ও চতুর্থ জেনারেশন।
সিরিয়ালের সারার সঙ্গে আগার যে স্ক্রিন কেমিস্ট্রি ছিল সেইটি ছিল অসাধারণ। এবং সেখান থেকেই তাদের রিলেশন শুরু হয়। অবশ্য তারা কখনোই তাদের রিলেশনশিপকে লুকিয়ে রাখেননি। খোলামেলা সবাইকে বলছেন যে তারা একটি সম্পর্ক রয়েছে, এবং তারা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন। তাদের এনগেজমেন্ট তো হয়ে গেছে আর বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে। কিন্তু হঠাৎ এই সবকিছু পাল্টে যায় “বন্দ খিরকিয়ার” সাকসেস হওয়ার পর সকল অ্যাক্টর ও এক্ট্রেস এবং সহকর্মীদের ত্যাগ করে পোস্ট করেছিলেন এবং কংগ্রাচুলেশন জানিয়েছিলেন কিন্তু সেইখানে সারাকে ট্যাগ করেননি তিনি। এতেই ভক্তদের মনে একটু জটিলতা সৃষ্টি করে।
আরও পড়ুন-ধনী মুখ্যমন্ত্রীদের তালিকায় কাদের নাম রয়েছে পড়ে নিন এক ঝলকে
ভক্তরা এইভাবেন যে তাহলে কি তাদের মধ্যে কোন বড় ঝামেলা চলছে। কিন্তু এই ঝামেলা যে একদম বিচ্ছেদে গিয়ে পড়বে তা কেউ ভাবতে পারেনি। ভক্তরা মানতে নারাজ হল আগা এবং সারার মধ্যে ব্রেকআপ হয়েই যায়। ব্রেকআপ কি কারনে হয়েছিল এইসব বিষয় নিয়ে কেউ মুখ খুলতে নারাজ হলে পরবর্তীতে প্রথম মুখ খোলেন আগা আলী তিনি বলেন যে, আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চাই যে সব সময় একই রকম থাকবে। বিয়ের কথা আসলে সে পাল্টে যাবে না। তে আগা বোঝাতে চাচ্ছে যে সারা সম্পর্কে একরকম এবং বিয়ের কথা উঠলে আরেকরকম ব্যবহার শুরু করে দিত। এবং তাদের ফ্যামিলির কিছু ইস্যু নাকি ছিল তাদের ব্রেকআপের অন্যতম কারণ।
এই ব্রেকআপটা আগা এর জন্য মেনে নেওয়া একটু কঠিন ছিল, এতটাই কঠিন ছিল যে তিনি চার থেকে পাঁচ মাস কোন ধরনের কাজে মননিবেশ করেন নি। এবং সারা এ ব্রেকআপ নিয়ে ভিন্ন ধরনের একটি কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে, আগার এই ওভার পজিটিভ সারার অপছন্দ এবং তার অতিরিক্ত পরিমাণে রাগও ছাড়া পছন্দ করত না এবং সে সবসময় সামলাতেও পারত না। আর এই সব কারণেই হয় তাদের ব্রেকআপ ছাড়া এও বলেছিল যে সে একটু ভালো জায়গায় বিয়ে করে সুখে থাকবে, আগা তাকে ছেড়ে দিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাস ২০১৮ সালে এখানেই শেষ হয় আগা এবং সারার প্রেম কাহিনী।
তারপর ২০১৯ সালে সারা হাম টিভি তে একটি শো করতে গিয়ে দেখা হয় ফলকের সাথে। অবশ্য ফালাকের সাথে ওখানেই প্রথম দেখা হয়েছে তা কিন্তু না, এর আগেও ফলকের সাথে সারার দেখা হয়েছিল কিন্তু সেই সময় সারা আগার গার্লফ্রেন্ড ছিল। সেই সময় সারা এবং আগা একটি টিভি শোতে গিয়েছিলেন আর সেখানেই দেখা হয়েছিল প্রথমবারের মতো ফলকের সাথে। সেখানেই আগা আলী সারা খানের সাথে সম্পর্কের কথা সকলকে জানায়।ফালাকের ওই সময় সারা কে পছন্দ হলেও তিনি তার অনুভূতিগুলোকে নিজের মধ্যেই রাখেন কারণ ওই সময় সারা এবং আগার সম্পর্ক অনেক মজবুত ছিল। তাই সারার সাথে ফালাকের কন্টাক্ট থাকলেও তেমন কথা বার্তা হতো না।
এরপর যখন 2019 সালে তাদের আবার দেখা হয় তখন একপ্রকার সারাই প্রথম ফালাক সাবিরের সাথে কথা বলেছিলেন এবং ফালাকও আবার তার প্রেমে পড়ে যায়। এবং পরবর্তীতে চার ঘন্টার কথাবার্তা তেই সারার পরিবারকে ফালাক ডিনারে ইনভাইট করেন। এবং সেই ডিনারেই সারার তিন বোনের সামনে ফালাক সারাকে বিয়ের প্রপোজাল দেয়। প্রথমে সারা একটু ভাবলেও পরবর্তীতে সারা ফলাক কে বলে তার বাবার সাথে কথা বলতে। এবং ফালাক ও রাজি হয়ে যায়। তারপর ফালাক যখন সারার বাবার সাথে কথা বলে সারার বাবাও রাজি হয়ে যায় এবং মেয়েকে তার হাতে তুলে দেয়। অপরদিকে আগা আলি অন্য আরেকটি সিরিয়ালের কো-এক্টর ইনা আলতাফের প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করে ফেলেন