বাংলার খবর
ফল-মিষ্টি সহ মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শহরের করোনা আক্রান্ত মানুষদের দ্রুত আরোগ্য কামনা করে ও শুভেচ্ছা জানিয়ে ফল ও মিষ্টি পাঠানোর উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর ফল ও মিষ্টির ডালিসহ শুভেচ্ছা বার্তা পৌঁছে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও।
রবিবার সৌরভ গঙ্গোপাধ্যায় বেহালার বাড়িতে মুখ্যমন্ত্রীর পাঠানো ফল, মিষ্টি সহ শুভেচ্ছা বার্তা স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় হাতে তুলে দিলেন স্থানীয় কাউন্সিলর। এই উপহার পেয়ে গঙ্গোপাধ্যায় পরিবারের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। বছরের শেষ দিনেই করোনা থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
তবে কোভিড প্রটোকল ও চিকিৎসকদের নির্দেশ মেনে এখনও বাড়িতেই নৃভিতাবাসে রয়েছেন সৌরভ। এরইমধ্যে বেহালার বীরেন রায় রোডের গঙ্গোপাধ্যায় বাড়িতে হানা দিয়েছে করোনা। নতুন বছরের শুরুতেই করোনা আক্রান্ত হয়েছেন সৌরভের কন্যা সানা গঙ্গোপাধ্যায়, ছোট কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়, খুড়তুতো ভাই শুভ্রদীপ ও ভ্রাতৃবধূ জুঁই। সকলেই বাড়িতে নিভৃতে বসে থাকলেও সুস্থ আছেন বলে জানা গিয়েছে।