আশায় বাঁচে চাষা, কিন্তু এইবার মরবার জো হলো পাকিস্তানের। দুরবস্থা পাকিস্তানের বদলে কোন দেশকে সাহায্য করলো IMF?
Connect with us

দেশের খবর

আশায় বাঁচে চাষা, কিন্তু এইবার মরবার জো হলো পাকিস্তানের। দুরবস্থা পাকিস্তানের বদলে কোন দেশকে সাহায্য করলো IMF?

Dwip Narayan Chakraborty

Published

on

5/5 - (1 vote)

বেঙ্গল এক্সপ্রেসঃ সারা দুনিয়ায় যেন পাকিস্তানের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যেই হারে পাকিস্তান অন্যান্য দেশের কাছ থেকে অপমানিত হচ্ছে তা পাকিস্তানের ভবিষ্যতের জন্য খুবই লজ্জাজনক ও বিপদজনক। বিশ্বের দুরাবস্থায় অর্থনৈতিক ভাবে সাহায্য করছে আইএমএফ(IMF) অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড।

শ্রীলঙ্কা ইউক্রেন এবং এখন আর্জেন্টিনাকে বড় অঙ্কের  ঋণ দিয়েছে আই এম এফ। লাতিন, আমেরিকা ও আর্জেন্টিনার বর্তমান আর্থিক অবস্থা খুবই শোচনীয়। অর্থনৈতিক সংকটের কারণে আই এম এফ 5.4 বিলিয়ন ডলার প্যাকেজ প্রাণ হিসেবে দিয়েছেন।

 

Advertisement

আর এই প্যাকেজ ত্রাণ করার কারণে সমস্যার মুখে পড়েছে পাকিস্তান। কারণ গত কয়েক মাস ধরেই পাকিস্তান সরকার আইএমএফ এর দিকে তাকিয়ে ছিল ঋণ পাবে বলে কিন্তু তা আর পাওয়া হয়ে উঠল না। তবে পাকিস্তানের মধ্যে আর্থিক সমস্যা থাকা অন্যান্য দেশগুলো ঠিকই ঋণ পেয়ে যাচ্ছে। শুধুমাত্র পাকিস্তানেরই এহনো দশা।

আরও পড়ুন ভারতের নতুন ধন কুবের কে? কত নাম্বারে রয়েছে মুকেশ আম্বানি? নতুন তালিকা দেখলে আপনি চমকে যাবেন

গত কয়েক মাস ধরে সমস্যার সমাধান হয়ে ওঠেনি। এই নিয়ে পাকিস্তান সরকার ও আই এম এফ এর মধ্যে নয় বারের মতো আলোচনা চলছে। পাকিস্তানের মনের আশা ভেঙে দিয়ে শুক্রবার আই এম এফ আর্জেন্টিনার জন্য 5.4 বিলিয়ান ডলারের ঋণের ঘোষণা দিয়েছেন।

Advertisement

লাতিন আমেরিকা দেশের অর্থনৈতিক অবস্থা ফিরিয়ে তুলবার জন্য আইএমএফ সহায়তা করবে বলে ঘোষণা করেছেন। সেই ঘোষণায় আইএমএফ জানান যে লাতেন আমেরিকাকে মোট 44 বিলিয়ন ডলারের সহায়তা করবে। বর্তমানে, আই এম এফ এর কাছ থেকে সবচেয়ে বেশি সাহায্য পাওয়া দেশ হয়ে উঠেছে আর্জেন্টিনা।

কারণ গত মার্চ মাস থেকে আজ অব্দি 28.9 বিলিয়ন ডলারের সাহায্য নিয়েছে আর্জেন্টিনা। ২০২২ এর তুলনায় আর্জেন্টিনা এই বছরের অগ্রগতি প্রায় ভালই। আর্জেন্টিনার এই দুরাবস্থায় বিভিন্ন দেশের সরকারি তাকে সাহায্য করতে এগিয়ে আসছে।

কিন্তু অপরদিকে পাকিস্তানকে সাহায্য করবার জন্য কোন দেশেরই ভ্রুকুটি নেই এমনকি মুসলিম দেশগুলো পাকিস্তানকে সাহায্য করতে আর এগিয়ে আসছে না। এরই মধ্যে আইএমএফ এর এত বড় ঘোষণা পাকিস্তানের জন্য আরো অনেক বড় সমস্যার মধ্যে ফেলেছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.