দেশের খবর
মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ, করাচিতে জরুরি অবতরণ IndiGo-র

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ। ফের ভারতীয় বিমান অবতরণ করল পাকিস্তানের করাচিতে। রবিবার হায়দরাবাদ থেকে শারজহগামী একটি বিমান মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে করাচিতে জরুরি অবতরণ করে। যদিও বিমানের চালক থেকে যাত্রী সকলেই অক্ষত আছেন।
জানা গিয়েছে, মাঝ আকাশে ইন্ডিগোর ৬ই-১৪০৬ বিমানটি পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। কারণ, হায়দরাবাদ থেকে ওড়ার পর মাঝ আকাশে হঠাৎই বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যারফলে বিপদ এড়াতে তড়িঘড়ি ওই বিমানের পাইলট সেটিকে করাচিতে নামান। আর এই নিয়ে গত দুই সপ্তাহে দ্বিতীয় বার করাচিতে ভারতীয় বিমানের অবতরণ ঘটল। যাত্রীরা সেখানেই আটকে রয়েছেন। ইন্ডিগোর তরফে অন্য একটি বিমান পাঠানো হচ্ছে করাচি বিমানবন্দরে। তাতে চাপিয়ে গন্তব্যে নিয়ে যাওয়া হবে যাত্রীদের।
Indian flight IndiGo's Sharjah-Hyderabad flight diverted to Pak's Karachi airport after glitch
Read @ANI Story | https://t.co/DsjeybrHvQ#Indigo #Pakistan #India #SharjahHyderabadFlight pic.twitter.com/Iaaw7CyAOw
— ANI Digital (@ani_digital) July 17, 2022
যাত্রীরা সকলে নিরাপদ রয়েছে বলে যদিও জানিয়েছে বিমান সংস্থা ইন্ডিগো। কিন্তু এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে।তুলনামূলক সাধ্যের মধ্যে ইন্ডিগো বিমানের উপর ভরসা করেন যাত্রীদের বড় অংশ। তাই ওই সংস্থার বিমানে যান্ত্রিক গোলযোগের খবরে উদ্বেগ ছড়িয়েছে।
আরও পড়ুন: এনডিএ জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর
কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, বিমানের ডানদিকের, দুই নম্বর ইঞ্জিনটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। তার পরই তড়িঘড়ি করাচি বিমানবন্দরে সেটির অবতরণ ঘটে।এই নিয়ে গত দুই সপ্তাহে দ্বিতীয় বার জরুরি পরিস্থিতিতে কোনও বিমানের পাকিস্তানের মাটিতে অবতরণ ঘটল।
আরও পড়ুন: দিল্লিতে মোদি-শাহর সঙ্গে সাক্ষাৎ ধনকরের, রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে
এর আগে, জুলাইয়ের শুরুতে দিল্লি থেকে দুবাই যাওয়ার পথে ককপিটে সমস্যা দেখা দেয় স্পাইসজেটের এসকটি বিমানে। বিপদসঙ্কেত দেখে তড়িঘড়ি বিমানটিকে করাচিতে নামাতে হয়। সেবার ওই বিমানে ১৩৮ জন যাত্রী ছিলেন। পরে অন্য বিমান পাঠিয়ে যাত্রীদের দুবাই নিয়ে যাওয়া হয়।