দেশের খবর
নুপুর শর্মাকে বহিস্কার BJP-র, ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানাল সৌদি আরব

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জ্ঞানবাপি মসজিদ এবং হজরত মহম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গত কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে ছিলেন নুপুর শর্মা। রবিবারই বিজেপির এই জাতীয় মুখপাত্রকে দলীয় সদস্যপদ থেকে বরখাস্ত করা হয়।
BJP-র জাতীয় মুখপাত্রকে বরখাস্ত করায় ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। সৌদি আরবের বিদেশমন্ত্রী Prince Faisal Bin Farhan Al-Saud জানিয়েছেন,বিশ্বাস ও সব ধর্মের প্রতি সম্মানের আহ্বান জানিয়ে ভারত সৌহার্দ্যের বার্তা দিয়েছে। শুধু তাই নয়, নুপুর শর্মার বক্তব্যের চরম নিন্দা করেছেন হারামাইনের জেনারেল প্রেসিডেন্সি, গ্র্যান্ড মসজিদ এবং নবীর মসজিদের বিষয়ক সাধারণ সভাপতি, এর প্রচারক, আলেম, পণ্ডিত এবং কর্মচারী সহ, নবী মুহাম্মদ সম্পর্কে শর্মা।
#Statement | The Ministry of Foreign Affairs expresses its condemnation and denunciation of the statements made by the spokeswoman of the #Indian Bharatiya Janata Party (#BJP), insulting the Prophet Muhammad peace be upon him. pic.twitter.com/VLQwdXuPuq
— Foreign Ministry 🇸🇦 (@KSAmofaEN) June 5, 2022
এই বিষয়ে হারামাইনের জেনারেল প্রেসিডেন্সি জোর দিয়ে বলেন যে, ”এই ধরনের জঘন্য কাজ সমস্ত ধর্মকে অসম্মান করে। যারা এই ধরনের কাজ করে তারা নবীর আসল জীবনী সম্পর্কে পরিচিত হতে পারেন না”।
আরও পড়ুন: করোনার মাঝে নয়া আতঙ্ক, কেরলে হদিশ মিলল নরভাইরাসের আক্রান্ত ২
আরও একটি বিবৃতিতে বলা হয়েছে, “ইশ্বরের দোয়া ও শান্তি তাঁর ওপর বর্ষিত হোক, কারণ তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ, মানবতার আলো এবং বিশ্বের প্রতি রহমত দানকারী সর্বোত্তম ছিলেন। ঈশ্বরের প্রার্থনা ও শান্তি তাঁর ওপর বর্ষিত হোক”।
প্রসঙ্গত, বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি বিভিন্ন বিষয় পর্যালোচনা করে নুপুর শর্মাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এমন মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এবং এধর্মীয় ভাবাবেগে আঘাত করে। তাই বিজেপি কোনও নেতা বা নেত্রীর এমন মন্তব্যকে সমর্থন করে না বলে জানিয়েছে।
আরও পড়ুন: জ্ঞানবাপি মসজিদ নিয়ে কুরুচিকর মন্তব্য, বরখাস্ত BJP-র মুখপাত্র নুপুর শর্মা
রবিবার বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, দল সমস্ত ধর্মকে সম্মান করে এবং যে কোনও ধর্মীয় ব্যক্তির অবমাননার তীব্র নিন্দা করে। বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিং এক বিবৃতিতে বলেছেন, ”দল যে কোনও সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানায়। কোনও ধর্মের অপমান বিজেপি বরদাস্ত করে না”। যদিও তিনি তাঁর বিবৃতিতে কোনও ঘটনা বা মন্তব্যের সরাসরি উল্লেখ করেননি।