জ্ঞানবাপি মসজিদ নিয়ে কুরুচিকর মন্তব্য, বরখাস্ত BJP-র মুখপাত্র নুপুর শর্মা
Connect with us

দেশের খবর

জ্ঞানবাপি মসজিদ নিয়ে কুরুচিকর মন্তব্য, বরখাস্ত BJP-র মুখপাত্র নুপুর শর্মা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টিভি-শোয়ে অংশ নিয়ে জ্ঞানবাপি মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। এবার বিজেপির জাতীয় মুখপাত্রের পদ থেকে অপসারিত করা হল নুপুর শর্মাকে। একই অভিযোগে তলব করা হয়েছে দিল্লিতে BJP-এর মিডিয়া ইনচার্জ নবীন কুমার জিন্দলকেও।

জানা গিয়েছে, নুপুর শর্মাকে পাঠানো স্থগিতাদেশের চিঠিতে দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি লিখেছে, “আপনি বিভিন্ন বিষয়ে দলের অবস্থানের বিপরীত মতামত প্রকাশ করেছেন। আপনাকে দল থেকে এবং আপনার দায়িত্ব থেকে অবিলম্বে সাময়িক বরখাস্ত করা হচ্ছে।”

শুক্রবার, নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে একটি মুসলিম সংগঠন প্যারেড মার্কেটে দোকান বন্ধ রাখার আহ্বান জানানোর পর শুক্রবার উত্তরপ্রদেশের কানপুরে সহিংসতা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ২০ জন পুলিশ কর্মী সহ কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: Breaking News: করোনা আক্রান্ত শাহরুখ-ক্যাটরিনা কাইফ

Advertisement

তিনি ঠিক কী বলেছিলেন?
জানা গিয়েছে, জ্ঞানবাপি মসজিদ নিয়ে একটি টিভি বিতর্ক শোয়ে অংশ নেন নুপুর শর্মা। সেখানে তিনি বলেছিলেন, ”ইসলামিক ধর্মীয় বই থেকে কিছু জিনিস লোকেদের দ্বারা উপহাস করা যেতে পারে বলে মনে করা হয়। মুসলমানরা হিন্দু ধর্মকে উপহাস করছে এবং মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরে পাওয়া ‘শিবলিঙ্গ’কে একটি ফোয়ারা বলছে”।

Advertisement

 

আরও পড়ুন: ১৮ বা তার বেশি বয়সীদের জন্য বুস্টার ডোজ হিসেবে অনুমোদন পেল করবেভ্যক্স

এরপরই বিজেপি মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ ওঠে। সম্প্রতি এক সংবাদমাধ্যমে বিতর্কের সময় হজরত মহম্মদের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন নুপুর।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.