সব সরকারি প্রকল্পকে এক ছাতার তলায় আনতে 'জন সমর্থ' পোর্টালের উদ্বোধন প্রধানমন্ত্রী
Connect with us

দেশের খবর

সব সরকারি প্রকল্পকে এক ছাতার তলায় আনতে ‘জন সমর্থ’ পোর্টালের উদ্বোধন প্রধানমন্ত্রী

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আমজনতার জন্য এবার ‘জন সমর্থ পোর্টালের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার দিল্লির বিজ্ঞানভবনে অর্থ মন্ত্রক এবং কর্পোরেট মন্ত্রকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এদিন ডিজিটাল এই পোর্টালের উদ্বোধন করেন তিনি।

কেন্দ্রীয় সরকারের নয়া এই পোর্টালের মাধ্যমে এবার থেকে সরকারি সুবিধা পেতে একাধিক পোর্টালে নয়, এই একটি পোর্টালে লগইন করলে মিলবে সবধরনের সরকারি সুবিধা। এদিন এই পোর্টালের উদ্বোধনের পাশাপাশি ১ টাকা, ২ টাকা, ৫টাকা, ১০ টাকা ও ২০ টাকার বিশেষ কয়েনের উদ্বোধন করেন। বিশেষ এই কয়েনগুলিতে থাকবে আজাদি কা অমৃত মহোৎসবের লোগো।

আরও পড়ুন: নুপুর শর্মাকে বহিস্কার BJP-র, ভারতের সিদ্ধান্তকে স্বাগত জানাল সৌদি আরব

Advertisement

এই বিষয়ে প্রধানমন্ত্রীর (PMO) দফতর সূত্রে জানা গিয়েছে, জন সমর্থ পোর্টাল হল একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ১৩’টি ক্রেডিট কার্ড সংযুক্ত সরকারি প্রকল্পকে এক ছাতার তলায় আনা হচ্ছে। যার ফলে এবার থেকে এই একটি মাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে লগইন করলে কেন্দ্রের সমস্ত সরকারি সুযোগ সুবিধা এবং প্রকল্পের অবস্থা (Statues) জানতে পারবেন উপভোক্তারা।

আরও পড়ুন: করোনার মাঝে নয়া আতঙ্ক, কেরলে হদিশ মিলল নরভাইরাসের আক্রান্ত ২

আরও জানা গিয়েছে, গোটা বিষয়টি খুব সহজেই ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে হবে। ফলে সময়ও লাগবে কম এবং কম জটিলতায় সরকারি নানা স্কীমের সুবিধা নিতে পারবেন সাধারণ মানুষরা। এই পোর্টালের মাধ্যমে ১০ টি নোডাল এজেন্সি এবং ১২৫’টি ঋণদাতা রয়েছে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.