সুলতান কুতুবউদ্দিন আইবক নয়, কুতুব মিনার বানিয়েছিলেন রাজা বিক্রামাদিত্য, প্রাক্তন ASI-এর মন্তব্যে শোরগোল
Connect with us

দেশের খবর

সুলতান কুতুবউদ্দিন আইবক নয়, কুতুব মিনার বানিয়েছিলেন রাজা বিক্রামাদিত্য, প্রাক্তন ASI-এর মন্তব্যে শোরগোল

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভারতের প্রাচীন স্থাপত্য নিয়ে নয়া-নয়া বিতর্কের অবকাশ নেই। সুলতান কুতুবউদ্দিন আইবক নয়, দিল্লিতে কুতুব মিনার তৈরি করেছেন রাজা বিক্রামাদিত্য। শুনতে অবাক লাগলেও আজ্ঞে এটাই সত্যি। এমন অদ্ভুত দাবি করেছেন Archaeological Survey of India-এর প্রাক্তন এএসআই অফিসার ধরমবীর শর্মা।

প্রাক্তন ওই আধিকারিকের দাবি, এটা আসলে কুতুব মিনার নয়, এটা আসলে একটি ‘sun tower’। পঞ্চম শতকে রাজা বিক্রমাদিত্য এই মিনার বানিয়েছিলেন। আমার কাছে এ বিষয়ে অনেক প্রমাণ আছে।” প্রাক্তন এএসআই-এর হয়ে তিনি অনেক বার কুতুব মিনারের সমীক্ষাও করেছেন বলে দাবিও করেন।

তিনি আরও বলেন, এই মিনারটি প্রায় ২৫ ইঞ্চি হেলানো রয়েছে। তার কারণ ২১ জুন সূর্যের অবস্থান পর্যবেক্ষণের জন্য এই মিনারটি বানানো হয়। সূর্যের আলোয় যাতে মিনারের কোনও ছায়া না পড়ে সেই ভাবেই বৈজ্ঞানিক পদ্ধতিতে বানানো হয়েছিল এই মিনার।

Advertisement

আরও পড়ুন: সমীক্ষা শেষ, জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবলিঙ্গের হদিশ

প্রাক্তন এএসআই অফিসার ধরমবীর শর্মা দাবি করেন, এটি আদতে একটি স্বয়ং সম্পূর্ণ স্থাপত্য। এর সঙ্গে কুতুব মিনারের পাশে থাকা মসজিদের কোনও সম্পর্ক নেই। এমনকি এই মিনারের দরজাগুলি সব উত্তরমুখী। কারণ এটি ধ্রুবতারার দিক নির্দেশ করেই বানানো হয়েছি।

প্রসঙ্গত, কুতুব মিনার নিয়ে এই আজব দাবি তোলার অনেক আগেই বেনারসের জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক ছড়িয়েছে। অনেক দিন ধরেই এই জ্ঞানবাপী মসজিদ নিয়ে সার্ভে চালাচ্ছিল আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া।

Advertisement

আরও পড়ুন: রাজীব গান্ধী হত্যা মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টের, পেরারিভালনকে মুক্তির নির্দেশ

সমীক্ষা শেষে আইনজীবী বিষ্ণু জৈন (Vishnu Jain) সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন যে, জ্ঞানবাপী মসজিদের ভিতরে হদিশ মিলছে একটি শিবলিঙ্গের। যেটি ভূগর্ভ থেকে ১২ ফুট ৮ ইঞ্চি নীচে রয়েছে বলে দাবি করেছেন ওই আইনজীবী। বর্তমানে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মসজিদ চত্বরকে। আর যা নিয়ে বেশ উত্তপ্ত রয়েছে জাতীয় রাজনীতি।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.