সমীক্ষা শেষ, জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবলিঙ্গের হদিশ
Connect with us

দেশের খবর

সমীক্ষা শেষ, জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবলিঙ্গের হদিশ

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নানা ভাষা-নানা মতের দেশ ভারত। ধর্মপ্রাণ ভারতে ধর্ম নিয়েও কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের মনে। এবার বেনারসের কাশী-বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপী মসজিদের ভিতর থেকে মিলল শিবলিঙ্গের হদিশ।

জানা গিয়েছে, অনেক দিন ধরেই এই জ্ঞানবাপী মসজিদ নিয়ে সার্ভে চালাচ্ছিল আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া। সমীক্ষা শেষে আইনজীবী বিষ্ণু জৈন (Vishnu Jain) এদিন সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন যে, জ্ঞানবাপী মসজিদের ভিতরে হদিশ মিলছে একটি শিবলিঙ্গের। যেটি ভূগর্ভ থেকে ১২ ফুট ৮ ইঞ্চি নীচে রয়েছে বলে দাবি করেছেন ওই আইনজীবী। বর্তমানে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মসজিদ চত্বরকে।

জানা গিয়েছে, আইনজীবী বিষ্ণু জৈন এবং হরিশঙ্কর জৈন এই জ্ঞানবাপী মসজিদ নিয়ে সমীক্ষা চালাচ্ছিল। রবিবারই তাঁদের সার্ভের কাজ শেষ হয় বলে জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: যৌতুক দানে না, ছাদনাতলায় কনেকে ফেলে চলে গেল বর

জ্ঞানবাপী মসজিদের পশ্চিম দেওয়ালে হিন্দু মন্দির ধ্বংসের ধ্বংসাবশেষ দৃশ্যমান এবং যে ছবিগুলি রয়েছে সেগুলি হল সবচেয়ে বড় প্রমাণ। সবই সমীক্ষা করে দেখা হবে। এ জন্য শনিবার চতুর্থ তালা খোলা হয়। শনিবার সার্ভে চালানোর সময় প্রথম তিনটি ঘর খোলা হয়।

আরও পড়ুন: সময়ের আগে কেরলে ঢুকছে বর্ষা, বঙ্গে কবে…

Advertisement

বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপী মসজিদ নিয়ে বর্তমানে আইনি লড়াই চলছে। বারাণসীর এক আদালত ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ (এএসআই) কে জ্ঞানবাপী মসজিদ নিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছিল।