দেশের খবর
‘দলিত বলে সম্মান দেওয়া হয় না’, শাহকে চিঠি লিখে ইস্তফা যোগির মন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের সংবাদ শিরোনামে যোগী রাজ্য উত্তরপ্রদেশ। এবার দফতরে ‘তাঁকে সম্মান দেওয়া হয় না, তাঁর কথা শোনা হয় না’। এই অভিযোগ তুলে যোগীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন দলিত এক মন্ত্রী।
জানা গিয়েছে, দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে এমনকি সশরীরে চিঠি দিয়ে এই অভিযোগ জানিয়েছেন উত্তরপ্রদেশের দলিত মন্ত্রী দীনেশ খটিকের। চিঠিতে তিনি অভিযোগ করেছেন যে, তিনি দলিত বলে তাঁকে কোনও রকম সম্মান এবং গুরুত্ব দেওয়া হয় না। এমনকি তাঁর কোনও নির্দেশ শোনা হয় না। ডাকা হয় না দলীয় কোনও বৈঠকে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন যোগীর মন্ত্রী।
শুধু তাই নয়, দীনেশ খটিকের এই চিঠিতে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। চিঠি দিয়েই ক্ষান্ত হননি খটিক। শোনা যাচ্ছে, দিল্লিতে গিয়ে সশরীরে অমিত শাহের সঙ্গে দেখা করে তাঁর উপর হওয়া অবিচারের কথা জানাবেন তিনি।
আরও পড়ুন: সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড: অভিযুক্তদের নাগাল পেতে পুলিশের সঙ্গে গুলির লড়াই গ্যাংস্টারের
চিঠিতে যোগীর দলিত মন্ত্রী আরও অভিযোগ করে বলেন, ”নমামি গঙ্গে প্রকল্পে কোনও দুর্নীতির বিষয়ে তাঁর দফতরের অন্যান্য আধিকারিকদের ফোন করে এই বিষয় সম্পর্কে জানতে চাওয়া হলে, কিছু শোনার আগেই তাঁরা ফোন কেটে দেন। সরকারি কোনও কাজেই তাঁকে সহযোগিতা করা হয় না”।
আরও পড়ুন: নাকা চেকিং চালানোর সময় মহিলা ইন্সপেক্টরকে পিষে খুন ট্রাকের
যোগীর মন্ত্রীর আরও দাবি, দলিতদের কোনও সম্মান দেওয়া হয় না বলেই তাঁর কাজের গুরুত্ব কেউ দেয় না। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নমামি গঙ্গে, হর হর জল যোজনার নিয়মকে অগ্রাহ্য করা হছে। তাঁর বিভাগ স্থানান্তরের নামে মানুষকে লুট করে ধোঁকা দেওয়া হচ্ছে বলেও বিস্ফোরক অভিযোগ করেন তিনি।