দেশের খবর
হাইজ্যাগ হয়েছে সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, আসল কারণ জানাল রেলমন্ত্রক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাইজ্যাগ করা হয়েছে ট্রেন। এক ট্রেনযাত্রীর টুইট ঘিরে তোলপাড় রেলমন্ত্রক। হাইজ্যাগ করা হয়েছে দিল্লি-সম্পর্কক্রান্তি এক্সপ্রেস! এমনই দাবি তুলে একটি টুইট করেন জনৈক রেলযাত্রী ক্রুষ্ণা চন্দ্র বেহারা। রেল কর্তৃপক্ষের সাহায্য চেয়ে IRCTCOfficial টুইটার হ্যান্ডেলকে ট্যাগও করে বসেন ওই ব্যক্তি।
সত্যিই কি হাইজ্যাক করা হয়েছিল দিল্লিগামী ওই ট্রেনটিকে? টুইটার পোস্টের কমেন্টে গোটা বিষয়টি স্পষ্ট করে দেয় রেল মন্ত্রক (Indian Railways)। জানা গিয়েছে, টুইটারে ঐ রেলযাত্রীর অভিযোগ পেতেই বিষয়টি খতিয়ে দেখে রেল মন্ত্রক। ঠিক কী ঘটনা ঘটেছে তা জানতে অভিযোগকারী যাত্রীর থেকেও ঘটনার বিশদে জানতে চাওয়া হয়।
আরও পড়ুন: ৫৮ বছর বয়সে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করে তাক লাগিয়ে দিলেন বিধায়ক
জানা গিয়েছে, একইসঙ্গে অভিযোগকারীর ফোন নম্বরও চায় রেলওয়ে সেবা কেন্দ্র। ঐ টুইটার কমেন্টেই নিজেদের হেল্পলাইন নম্বর এবং মেইল আইডিও দেয় রেল। ওই টুইটার থ্রেডেই ট্যাগ করা হয় রেল পুলিশকে। বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয় RPF-কে। আর তারপরই দিনের মতন পরিস্কার হয়ে যায় আসল ঘটনাটি।
The train is not hijacked. Train is diverted. Don’t get panic
— rpfscr (@rpfscr) July 10, 2022
আরও পড়ুন: শুক্রবারের বিভীষিকা এখনও তাড়া করে বেড়াচ্ছে প্রাণে বেঁচে ফেরা পূণ্যার্থীদের
রেল সূত্রে খবর, ওই নির্দিষ্ট ট্রেনটির রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে। হাইজ্যাক করা হয়নি। ট্রেনটির রুট পরিবর্তন করা হয়েছে। কর্নাটক-দিল্লির সংশ্লিষ্ট ট্রেনটির যাত্রীদের কাছে আবেদন জানানো হয়, কোনওভাবেই যাতে বিভ্রান্তি না ছড়ানো হয়। নেটিজেনদেরও অযথা বিভ্রান্তি না ছড়ানোর আর্জি জানায় রেল মন্ত্রক।