দেশের খবর
রাজীব গান্ধী হত্যা মামলায় বড় ঘোষণা সুপ্রিম কোর্টের, পেরারিভালনকে মুক্তির নির্দেশ

বেঙ্গল এক্সপ্রেস: দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় অভিযুক্ত Perarivalan-কে মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ১৯৯১ সালে রাজীব গান্ধী হত্যা মামলায় মূল অভিযুক্তদের সঙ্গে নাম জড়ায় পেরারিভালনের। তারপর থেকে টানা ৩১ বছর জেলে ছিলেন তিনি।
জানা গিয়েছে, রাজীব গান্ধী হত্যার সময় পেরারিভালনের বয়স ছিল মাত্র ১৯ বছর। সেই সময় জঙ্গি সংগঠন লিবারেশন অফ তামিল ইলামের সদস্য তথা হত্যাকাণ্ডের মূল চক্রী শ্রীবাসনের জন্য দু’টি ৯ ভোল্টের ব্যাটারি কেনার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। যা ওই বিস্ফোরণের কাজে ব্যবহার করা হয়েছিল।
তারপর ১৯৯৮ সালে সন্ত্রাসদমন আদালত পেরারিভালনকে মৃত্যুদন্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। ২০১৪ সালে তার সেই সাজা কমিয়ে যাবজ্জীবন করার নির্দেশ দেওয়া হয়েছিল।
এদিকে চলতি বছরের মার্চ মাসে পেরারিভালনের জামিন মঞ্জুর করে শীর্ষ আদালত। এরপরই জেল থেকে সময়ের আগে মুক্তির জন্য আদালতের কাছে আবেদন জানান তিনি।
একনজড়ে দেখে নেওয়া যাক রাজীব গান্ধী হত্যা মামলার গুরুত্বপূর্ণ দিকগুলি…
May 21, 1991: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে রাত ১০টা ২০ মিনিটে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে হত্যা করা হয়।
May 24, 1991:এই হত্যা মামলার তদন্তভার সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI) এর একটি বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) হাতে হস্তান্তর করা হয়েছিল।
June 11, 1991: ১৯ বছর বয়সী এজি পেরারিভালানকে গ্রেফতার করে সিবিআই। সন্ত্রাসবাদবিরোধ কার্যকলাপ (প্রতিরোধ) আইনের (TADA) অধীনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
January 28, 1998: রাজীব গান্ধী হত্যা মামলায় তদন্তকারী সংস্থা TADA পেরারিভালান সহ মোট ২৬ জনকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়।
11 May, 1999: সুপ্রিম কোর্ট চারজনের মৃত্যুদণ্ড বহাল রাখে। যার মধ্যে মুরুগান ওরফে শ্রীহরন, সান্থান, পেরারিভালান এবং নলিনী, অন্য তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৯ জনকে মুক্তি দেওয়া হয়। মামলা থেকে TADA অনেকগুলি ধারা বাদ দিয়ে দেয়।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ, অভিষেক-রুজিরাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করুক ইডি
April 2000: রাজ্য মন্ত্রিসভার সুপারিশের ভিত্তিতে তৎকালীন তামিলনাড়ুর রাজ্যপাল নলিনীর মৃত্যুদণ্ডকে যাবজ্জীবনে পরিবর্তন করেছিলেন।
2001: সান্থান, মুরুগান এবং পেরারিভালান সহ তিনজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী রাষ্ট্রপতির কাছে তাদের মৃত্যুদন্ডের সাজার আবেদন জমা দিয়েছিলেন।
August 11, 2011: তৎকালীন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল ১১ বছর পর তাদের মৃত্যুদন্ড মঞ্জুরের আবেদন প্রত্যাখ্যান করেছিলেন।
আরও পড়ুন: অবাক কাণ্ড, পুরীর মন্দিরের মাথায় চেপে বসলেন পর্যটক!
August 2011: যেহেতু ৯ সেপ্টেম্বর ২০১১ সালে তিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি হওয়ার কথা ছিল, মাদ্রাজ হাইকোর্ট ফাঁসির আদেশ স্থগিত করে। মৃত্যুদণ্ড কমানোর জন্য তৎকালীন মুখ্যমন্ত্রী জে জয়ললিতাও একটি প্রস্তাব পাস করেছিলেন।
November 2013:প্রাক্তন সিবিআই এসপি ভি থিয়াগরাজন, যিনি পেরারিভালানের স্বীকারোক্তিটি টাডা হেফাজতে নিয়েছিলেন, প্রকাশ করেছেন যে তিনি স্বীকারোক্তিমূলক বিবৃতি হিসাবে যোগ্যতা অর্জনের জন্য এটি পরিবর্তন করেছিলেন। তিনি বলেন, পেরারিভালান কখনও বলেননি যে তিনি যে ব্যাটারি কিনেছেন তা বোমা তৈরিতে ব্যবহার করা হবে। তিনি সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেন।
আরও পড়ুন: মসজিদে নামাজ পাঠে মানা, বিতর্কে মথুরা
January 21, 2014: সুপ্রিম কোর্ট রাজীব গান্ধী মামলার তিন দোষীর মৃত্যুদণ্ড, বন ব্রিগ্যান্ড বীরাপ্পনের সহযোগী সহ ১২ জনের মৃত্যুদণ্ডের সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়।
2015: সংবিধানের ১২১ নং ধারার উল্লেখ করে তামিলনাড়ু সরকারের কাছে সাজা কমানোর আর্জি জানিয়েছিলেন পেরারিভালান। কিন্তু রাজ্যসরকার তার আবেদনে সাড়া না দেওয়ায় বিষয়টি নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন পেরারিভালান।
August 2017: তামিলনাড়ু সরকার পেরারিভালানের প্যারোলে জামিনের আবেদন মঞ্জুর করে।
আরও পড়ুন: অবশেষে শিনা বোরা মৃত্যু মামলায় জামিন ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের
September 9, 2018: তামিলনাড়ুর মন্ত্রীপরিষদের সদস্যরা এবং রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী Edappadi K Palaniswami সাজাপ্রাপ্ত ৭ আসামীর মুক্তির নির্দেশে সম্মতি জানান।
March 9, 2022: পেরারিভালানের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট।
May 11, 2022: রাজীব গান্ধী হত্যা মামলায় শুনানি শেষ করেছে সুপ্রিম কোর্ট ।