দেশের খবর
১৪ বার গর্ভপাত করিয়েও বিয়েতে নারাজ প্রেমিক, অবসাদে আত্মঘাতী তরুণী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ। বহুবার শারীরিক সম্পর্কের জেরে অন্তসত্ত্বা হয়ে পড়েন বছর ৩৩-এর এক মহিলা। তবুও বিয়ে করছিলেন না অভিযুক্ত প্রেমিক। এভাবেই প্রায় ১৪ বার গর্ভপাত করিয়েও প্রেমিককে বিয়েতে রাজি না করাতে পেরে অবসাদে আত্মঘাতী মহিলা।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, উত্তরপূর্ব দিল্লির Jaitpur এলাকায়। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ঘটনার খবর প্রকাশ্যে আসলেও ঐ মহিলা আত্মঘাতী হয়েছেন গত ৫ জুলাই। তাঁর মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। সুইসাইড নোটে ঐ তরুণী জানিয়েছেন, বহুদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তাঁদের। যদিও বার বার বলা সত্ত্বেও বিয়েতে নারাজ ছিল প্রেমিক। তাই এই চরম সিদ্ধান্ত বেছে নেন তিনি।
আরও পড়ুন: NIRF Ranking 2022: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম যাদবপুরের, জানুন আর কোন বিশ্ববিদ্যালয় সেরা
আরও জানা গিয়েছে, পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে। অভিযুক্ত প্রেমিক একটি সফটওয়্যার ফার্মে কাজ করেন। তার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা এবং ধর্ষণের অভিযোগ দায়ের করে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন: Breaking News: ধর্নায় ‘না’, বাদল অধিবেশনের আগে নয়া নির্দেশিকা সচিবালয়ের
এই বিষয়ে দিল্লির পুলিশের ডিসিপি এশা পান্ডে জানিয়েছেন, গত ৫ জুলাই জৈতপুরে এক মহিলা আত্মহত্যা করেছে সেই বিষয়ে একটি ফোন পায় পুলিশ। এরপর ঐ মহিলার বাড়িতে গিয়ে মহিলাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঐ মহিলাকে দ্রুত উদ্ধার করে AIIMS-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।