রাইসিনা হিলের বাসিন্দা দ্রৌপদী মুর্মু, জানেন কী-কী সুবিধা পান রাষ্ট্রপতি...
Connect with us

দেশের খবর

রাইসিনা হিলের বাসিন্দা দ্রৌপদী মুর্মু, জানেন কী-কী সুবিধা পান রাষ্ট্রপতি…

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: যশবন্ত সিনহা বনাম দ্রৌপদী মুর্মু। দুই পক্ষের যুযুধান লড়াইয়ে অবশেষে শেষ হাসি হাসলেন NDA প্রার্থী দ্রৌপদী মুর্মুই। প্রতিভা পাটিলের পর ভারত পেল দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। শুধু তাই নয়, এই প্রথম আদিবাসী সম্প্রদায়ের থেকে কেউ হলেন রাইসিনা হিলের বাসিন্দা।

ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু নির্বাচিত হতেই মনের মধ্যে উঁকি দিচ্ছে নানা প্রশ্ন। রাষ্ট্রপতির মতো দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী একজন ব্যক্তি মাসিক কত টাকা বেতন পান? রাষ্ট্রপতি হওয়ার পর কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়? এ নিয়ে আগ্রহের শেষ নেই সাধারণ মানুষের।

জানা গিয়েছে, স্বাধীন ভারতের রাষ্ট্রপতি পদে যিনি স্থলাভিষিক্ত হন, ১৯৫১ সালের মোতাবেক নিয়ম অনুযায়ী তাঁর মাসিক বেতন হয় ৫ লাখ টাকা। শুধু তাই নয়, রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর অবসরকালীন ভাতা হিসেবে দেড় লাখ টাকা পান তিনি। একইভাবে রাষ্ট্রপতির সহধর্মিনীও পেনশন বাবদ ৩০ হাজার টাকা পান।

Advertisement

আরও পড়ুন: নবনির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে টুইটারে শুভেচ্ছা মমতার

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আগামী পাঁচ বছরের জন্য রাইসিনা হিলের বাসিন্দা হন তিনি। পাঁচ বছরের জন্য ভারতের রাষ্ট্রপতি বাসিন্দা হন রাজধানী দিল্লির110004 এই ঠিকানায় অবস্থিত রাষ্ট্রপতি ভবনের। রাষ্ট্রপতি ভবনটি ১৯২৯ সালে ভারতের ভাইসরয়ের বাসভবন হিসাবে নির্মিত হয়েছিল। এতে ৩৪০টি ঘর রয়েছে, যার মধ্যে রাষ্ট্রপতির বাড়ি, অতিথি কক্ষ এবং অন্যান্য অফিস রয়েছে। এতে বেশ কিছু বাগানও রয়েছে। ভারতের রাষ্ট্রপতি বছরে দু’বার ছুটিতে যেতে পারেন। তাঁর ঘোরার জন্য দুটি রিট্রিট বিকল্প রয়েছে – দ্য রিট্রিট বিল্ডিং, মাশোবরা, সিমলা এবং রাষ্ট্রপতি নিলয়ম, হায়দ্রাবাদ।

রাষ্ট্রপতি সাধারণত প্রিমিয়াম গাড়িতে ঘুরে বেড়ান। গাড়িগুলোতেও রয়েছে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। গাড়িটি বুলেট এবং শকপ্রুফ। এর লাইসেন্স প্লেট নেই। রামনাথ কোবিন্দ মার্সিডিজ মেব্যাচ এস৬০০ পুলম্যান গার্ডে ভ্রমণ করেছেন। গাড়িটি বুলেট, বোমা, গ্যাস হামলা এবং অন্যান্য বিস্ফোরক থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকতে পারে।

Advertisement

রাষ্ট্রপতির দেহরক্ষী হিসেবে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি অভিজাত ইউনিট, রাষ্ট্রপতিকে সুরক্ষা দেন। তাঁরা বেশিরভাগই তিনটি সশস্ত্র পরিষেবার সঙ্গে যুক্ত। এদের অধিকাংশই ভারতীয় সেনার অভিজাত সৈনিক।

আরও পড়ুন: বিশ্বের ধনী ব্যক্তির তালিকায় বিল গেটসকে টপকে গেলেন গৌতম আদানি! দশে মুকেশ আম্বানি

এছাড়াও ভারতের রাষ্ট্রপতি হিসেবে যিনি নির্বাচিত হন তিনি মাসিক বেতন, অবসরকালীন পেনশন ছাড়াও রাষ্ট্রপতি পদ থেকে অবসর নেওয়ার পর একটি সরকারি বাংলো বাড়ি পান থাকার জন্য। এছাড়াও রাষ্ট্রপতি চাইলে পাঁচজন কর্মচারীও রাখতে পারেন। শুধু তাই নয়, আজীবনকালের জন্য তাঁকে বিনামূল্যে ট্রেন এবং বিমানে চড়ার সুযোগ দেয় ভারত সরকার।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.