দেশের খবর
রাজধানীর জনপ্রিয় রেস্তরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শুক্রবার সকালে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানী দিল্লির জনপ্রিয় একটি রেস্তরাঁতে। মর্মান্তিক এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও, আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে রয়েছে দমকলের ৬টি ইঞ্জিন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর ৫টা ৩২ মিনিট নাগাদ বিধ্বংসী এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। রাজধানী দিল্লির কনৌট প্লেসের একটি রেস্তরাঁয় আগুন লাগে। যদিও বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আরও জানা গিয়েছে, এদিন ভোরে দিল্লির কনৌট প্লেসের আউটার সার্কেলে অবস্থিত হাই-৫এ আগুন লাগে। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে প্রথমে আসে। তারপর তাঁরাই দমকলে খবর দেন।
আরও পড়ুন: অমিত শাহরর সাহায্যে গুজরাতে চার হাজার কোটি টাকা সরিয়েছেন শুভেন্দু! বিস্ফোরক অভিযোগ
আরও জানা গিয়েছে, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন আসার আগেই আগুনের লেলিহান শিখা বিল্ডিংএর আশেপাশে এবং ছাদের দিকে দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। এরপর প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই দুর্ঘটনায় একজন ব্যক্তি আহত হয়েছেন বলে খবর। জখম ঐ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: অনেক লড়াই করে প্রেমিককে বিয়ে তরুণীর, পরে জানা গেল সম্পর্কে তাঁরা ভাই-বোন!
এদিকে এই বিষয়ে দমকলের এক আধিকারিক জানান, ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগলেও, কি কারণে এই অগ্নিকাণ্ড তা জানা যায়নি। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা জানতে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।