দেশের খবর
মহুয়ার মন্তব্যে বিতর্কের ঝাড়, পালটা টুইট করে ক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা সাংসদের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘মা কালী’ নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। রাজনৈতিক মহলে মহুয়া মৈত্রকে নিয়ে সমালোচনার ঝড়। তৈরি হয়েছে মহুয়া মন্তব্যের বিতর্ক। কৃষ্ণনগরের এই সাংসদকে গ্রেফতারের দাবিতে ইতিমধ্যে বউবাজার থানায় দায়ের হয়েছে অভিযোগ। তারপরও নিজের বক্তব্যে অবিচল তৃণমূলের এই সাংসদ।
মহুয়া মন্তব্য নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যখন গ্রেফতারির দাবি তুলেছেন বিরোধীরা ঠিক তখনই আরও একটা পাল্টা টুইট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এদিন টুইটে তিনি বলেন, ”জয় মা কালী! বাঙালি নির্ভীক ও তোষামদহীন দেবীর উপাসনা করে।” তাঁর এই টুইট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হিন্দু-ইসলাম ধর্মকে কলুষিত করছেন, বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের
কিছুক্ষণের মধ্যে তিনি আরও একটি টুইট করেন। দ্বিতীয় টুইটে তিনি আরও লেখেন, ” Bring it on BJP! আমি মা কালীর ভক্ত। আমি কোনও কিছুকেই ভয় পায় না। তোমাদের অজ্ঞতাকেও নয়, তোমাদের দুষ্কৃতীদেরও নয়, তোমাদের পুলিশদেরও নয়। সবথেকে বড় বিষয় তোমাদের ট্রোলদেরও ভয় পায় না। সত্যের কোনও অবলম্বনের প্রয়োজন হয় না।”
এদিকে মা কালী নিয়ে মহুয়া মৈত্রর করা মন্তব্যের তীব্র নিন্দা করেছে রাজ্য বিজেপি। মঙ্গলবার রাতেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁর মন্তব্যের বিরোধীতা করে অবিলম্বে তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
Bring it on BJP!
Am a Kali worshipper. I am not afraid of anything. Not your ignoramuses. Not your goons. Not your police. And most certainly not your trolls.
Truth doesn’t need back up forces.
— Mahua Moitra (@MahuaMoitra) July 6, 2022
তিনি টুইটারে বলেন, ”যুগযুগ ধরে মা কালী হিন্দুদের উপাসক হিসেবে পূজিত হয়ে আসছেন। মা কালীর সঙ্গে এমন মন্তব্যের তীব্র নিন্দা জানাই। মহুয়া মৈত্রকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি”।
আরও পড়ুন: ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার আইএএস অফিসার
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই একটি তথ্যচিত্রের পোস্টারকে কেন্দ্র করে তৈরি হয়েছিল তুমুল বিতর্ক। সেই পোস্টার অনুযায়ী, এক তরুণী দেবী কালীর সাজে সজ্জিত হয়ে ধূমপান করছেন। এই পোস্টার সামনে আসার পরেই বিতর্কের ঢেউ ওঠে। আর তারপরই একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলের কাছে সাক্ষাৎকারে মহুয়া মৈত্রকে মা কালী সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ”আমার কাছে কালী মানে যিনি মাংস ভক্ষণ এবং সুরা গ্রহণ করেন। নিজের ভগবানকে তুমি কীভাবে দেখতে চাও তা কল্পনা করার অধিকার রয়েছে। কিছু জায়গা রয়েছে যেখানে ভগবানকে হুইস্কি দেওয়া হয়, আবার কিছু কিছু জায়গায় তা ভগবানের অপমানের সমান।”