দেশের খবর
দেশে কমল করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্ব জুড়ে আতঙ্কের নাম করোনা এবং ওমিক্রন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তর সংখ্যা। করোনা প্রতিরোধ করতে টিকা দানের ওপর জোর দেওয়া হয়েছে। করোনা যোদ্ধা এবং ষাটোর্ধদের বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
এছাড়াও ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাদান চালু হয়েছে। এই মুহূর্তে প্রত্যেকদিন তিন লক্ষের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন দেশে। তবে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। তবে দেশে ওমিক্রনে আক্রান্তর সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫০ জন। শুক্রবারের তুলনায় শনিবার আক্রান্তর সংখ্যা অনেকটাই বেড়েছে। তবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও ৩ লাখের ওপরেই রয়েছে। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৩৭ হাজার ৭০৪ জন।শুক্রবার তা পেরিয়েছিল ৩ লক্ষ ৪৭ হাজার। দৈনিক সংক্রমণ সবথেকে বেশি মহারাষ্ট্র এবং কর্নাটকে। এই দুই রাজ্যেই সংক্রমণ ৪৮ হাজারের ঘরে।
কেরলে দৈনিক আক্রান্ত ৪১ হাজার। তামিলনাড়ুতে ২৯ হাজার, গুজরাতে ২১ হাজার। রাজস্থান, উত্তরপ্রদেশে সংক্রমিত হয়েছেন ১৬ হাজারের বেশি। পশ্চিমবঙ্গে দৈনিক আক্রান্ত কমে হয়েছে ৯ হাজার ১৫৪। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ১০ হাজারের বেশি। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ৩ কোটি ৮৯ লক্ষ ৩ হাজার ৭৩১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের।এর মধ্যে কেরলে ১০৬ জন, মহারাষ্ট্রে ৫২ জন, দিল্লিতে ৩৮ জন, পশ্চিমবঙ্গে ৩৫ জন, তামিলনাড়ুতে ৩৩ জন, কর্নাটক এবং উত্তরপ্রদেশে ২২ জন মারা গিয়েছেন।
এখনও পর্যন্ত দেশে করোনার বলি হয়েছেন মোট ৪ লক্ষ ৮৮ হাজার ৮৮৪ জন। সংক্রমণ কমায় কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের হারও। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে ১৭.২২ শতাংশ। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২১ লক্ষ ১৩ হাজার ৩৬৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৪২ হাজার ৬৭৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে, ১৯ লক্ষ ৬০ হাজার ৯৫৪টি। এখনও পর্যন্ত দেশে টেস্ট হয়েছে মোট ৭১ কোটি ৩৪ লক্ষ ৯৯ হাজার ৮৯২ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার টিকা নিয়েছেন ৬৭ লক্ষ ৪৯ হাজার ৭৪৯ জন। এখনও পর্যন্ত দেশে করোনার টিকাকরণ হয়েছে মোট ১৬১ কোটি ১৬ লক্ষ ৬০ হাজার ৭৮ জনের।