ভাইরাল খবর
মাওবাদী শীর্ষ নেতার বিপুল পরিমাণ অস্ত্র সহ আত্মসমর্পণ!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাওবাদীদের নিয়ে অতিষ্ট সারা দেশ। জঙ্গলমহল এলাকায় এখনও মাওবাদী আনাগোনার খবর পাওয়া যায়। প্রায় মাওবাদী হামলায় আহত, নিহতের খবর পাওয়া যায়। এবার বড় সর সাফল্য পেল ঝাড়খণ্ড পুলিশ। ঝাড়খণ্ড পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন শীর্ষ মাওবাদী নেতা মহারাজ প্রামাণিক।
শুক্রবার রাঁচিতে ডিজি কার্যালয়ে একে-৪৭, গুলি, ম্যাগাজিন ও ওয়ারলেস সহ আত্মসমর্পণ করেন মহারাজ। বাংলা-ঝাড়খণ্ড পুলিশের ত্রাস এই মাওবাদী নেতা একাধিক নাম নিয়ে কাজ করতেন। তাঁর বিরুদ্ধে ১১৯টি খুন ও নাশকতার মামলা ছিল।
মহারাজের মাথার দাম হিসেবে ১০ লক্ষ টাকা ধার্য করেছিল ঝাড়খণ্ড পুলিশ। ঝাড়খণ্ডের পাশাপাশি বাংলার জঙ্গলমহলেও সংগঠন গোছানোর চেষ্টা করছিলেন। পুলিশের কাছে আত্মসমর্পণের পর তিনি জানান, যে নীতি-আদর্শের কথা ভেবে সিপিআই (মাওবাদী)তে যোগ দিয়েছিলেন, কাজের ক্ষেত্রে সেই নীতি, আদর্শ ছিল না সংগঠনের। তাই স্কোয়াড থেকে বেরিয়ে আসেন। এই আত্মসমর্পণে খুশি তাঁর পরিবার।