Uncategorized
নেতাজি নগরে বাড়িতে আগুনে ঝলসে মৃত্যু বৃদ্ধার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শনিবার দুপুরে বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার নেতাজি নগরের বিদ্যাসাগর কলোনির একটি বাড়িতে। মৃত ওই বৃদ্ধার নাম বকুল অধিকারী (৭২)। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ওই বাড়িতে আগুন লাগে।
সেই সময় বাড়িতে একাই ছিলেন ওই বৃদ্ধা। আগুন দেখামাত্রই স্থানীয়রা দমকলে খবর দেন। দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ঝলসে মৃত্যু হয় ওই বৃদ্ধার। তবে, কিভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি দুয়ারে কাউন্সিলর প্রকল্পের কাজ করছিলেন।
সেই সময়ই বাড়ির ভিতর থেকে ‘আগুন আগুন’ চিৎকার শুনতে পান। তখনই তাঁর সঙ্গে থাকা কর্মীরা জল ঢালার ব্যবস্থা করেন। তাঁরাই দমকল এবং থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে ওই বৃদ্ধার দগ্ধ দেহ উদ্ধার করে।