দেশের খবর
মোদির হস্তক্ষেপে ঢাকা থেকে Airlifted করে দিল্লিতে আনা হল কোমাছন্ন ছেলেকে

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়ে পথ দুর্ঘটনায় গুরুত্বর জখম এক ভারতীয় ছাত্র। দুর্ঘটনার পর থেকেই কোমায় চলে গিয়েছে সে। আদতে জম্মু কাশ্মীরের বাসিন্দা তথা ভারতীয় ওই নাগরিকের গুরুত্বর অসুস্থ হওয়ার কথা শুনে জরুরি ভিত্তিতে এয়ার লিফটে তাঁকে ঢাকা থেকে দিল্লি আনার ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শোয়েব লোন নামের ডাক্তারি চূড়ান্ত বর্ষের ওই ছাত্র বর্তমানে দিল্লি এইমসের আইসিইউতে চিকিৎসাধীন। এদিকে প্রধানমন্ত্রীর সহযোগিতায় ছেলেকে দ্রুত ঢাকা থেকে ফিরিয়ে এনে দিল্লি এইমসে ভর্তি করতে পারায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শোয়েব লোনের বাবা মহম্মদ আসলাম লোন।
ছেলের দুর্ঘটনার কথা বলতে গিয়ে এদিন সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, শোয়েব ঢাকার Barind Medical College-এর চতুর্থ বর্ষের ছাত্র। কয়দিন আগে তাঁর ছেলে সহ মোট ৪ বন্ধু ঢাকা শহরে মারাত্মক পথ দুর্ঘটনার শিকার হন। সেই দুর্ঘটনায় শোয়েবের এক বন্ধু প্রাণ হারিয়েছেন। শোয়েবও গুরুত্বর জখম অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
আরও পড়ুন: লিভ-ইন সম্পর্কে সন্তানদেরও পৈতৃক সম্পত্তির অধিকার, রায় সুপ্রিম কোর্ট
এদিকে সম্প্রতি জম্মু কাশ্মীরের রাজৌরিতে যান বিজেপি সভাপতি রবীন্দ্রর রায়না। সেখানে গিয়ে তিনি শোয়েবের বাবা মহম্মদের মুখ থেকে ছেলের দুর্ঘটনার বিষয়টি জানতে পারেন। তারপরই যোগাযোগ করা প্রধানমন্ত্রীর অফিসে (PMO)। এরপর প্রধানমন্ত্রী নিজেই ব্যক্তিগত ভাবে কথা বলেন বাংলাদেশের দূতাবাসের সঙ্গে। যোগাযোগ করা হয় শোয়েবের বাবা-মায়ের সঙ্গে। তারপরই ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লিতে আনা হয় ডাক্তারি পড়ুয়া ওই ছাত্রকে। বর্তমানে দিল্লি এইমসে চিকিৎসাধীন সে। রয়েছে বিশেষ ডাক্তারদের পর্যবেক্ষণে।
অন্য দিকে, প্রধানমন্ত্রীর সহায়তায় এত দ্রুত ছেলেকে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে দেশে নিয়ে আসতে পেরে মোদির প্রশংসায় পঞ্চমুখ শোয়েব লোনের বাবা মহম্মদ আসলাম লোন। তিনি বলেন, ”আমি মোদি জির কাছে অনেক কৃতজ্ঞ। বলা হয়, ধন্যবাদ দিলে কাজের মূল্য কমে যায় কিন্তু আমি অকৃতজ্ঞ হতে চাই না। এক পায়ে দাঁড়িয়ে তাকে সালাম জানাই। যদি একটি দেশে এমন নেতা থাকে, যেমন আমাদের হিন্দুস্তানে নেতা আছে, যেখানে যত্ন নেওয়ার মতো ভাল (নেতা) আছে, মানুষের ভয় পাওয়া উচিত নয়। আমি প্রধানমন্ত্রীকে কোটি বার ধন্যবাদ জানাই। আমি রায়নাজি এবং যারা আমাদের সাহায্য করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই।”
আরও পড়ুন: সেনাবাহিনীতে ৪ বছরের চাকরি, অগ্নিপথ প্রকল্পের ঘোষণা রাজনাথের
এদিকে টুইটারে তাঁদের এই দুর্ঘটনা এবং প্রধানমন্ত্রী মোদিকে কৃতজ্ঞতা জানানোর গোটা বিষয়টি টুইটারে শেয়ার করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী Mansukh Mandaviya। তিনি লেখেন, ”একজন আবেগপ্রবণ বাবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিকে ধন্যবাদ জানিয়েছেন। যার ব্যক্তিগত হস্তক্ষেপে, তার ছেলে ঢাকায় যে দুর্ঘটনার শিকার হয়েছিল তাকে বিমানে করে দিল্লিতে ফেরত নিয়ে আসা হয়েছিল। প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেছিলেন, কোনও দেশে মোদি জির মতো প্রধানমন্ত্রী থাকলে কোনও বিষয়েই চিন্তা করা উচিত নয়”।