দেশের খবর
সেনাবাহিনীতে ৪ বছরের চাকরি, অগ্নিপথ প্রকল্পের ঘোষণা রাজনাথের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সেনাবাহিনীর অগ্নিপথে তরুণরা। সরকারি চাকরি নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
মঙ্গলবার সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে ‘অগ্নিপথ স্কীমের’ ঘোষণা করেছন রাজনাথ সিং। এই স্কীমের আওতায় ১৭ থেকে ২১ বছর বয়সী তরুণরা দেশের সেনাবাহিনীতে কাজে যোগ দিতে পারবেন। ৪ বছরের চুক্তিতে এই কাজে মিলবে আকর্ষণীয় বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা।
জানা গিয়েছে, এই স্কীমের প্রধান ,লক্ষ্যই হল বেতন, পেনশন বিল কমানো এবংঅস্ত্রের জরুরি সংগ্রহের জন্য তহবিল খালি করা। কেন্দ্রের এই ঘোষণাকে এদিন রাজনাথ সিং ঐতিহাসিক সিদ্ধান্ত বলে ঘোষণা করেছেন।
এই প্রকল্পের অধীনে চার বছরের জন্য সেনাতে লোক নিয়োগ করা হবে। যদিও বিরোধীরা কেন্দ্রের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তবে সে সবের তোয়াক্কা করতে নারাজ সরকার। সূত্র মারফৎ জানা গিয়েছে মঙ্গলবার বিকেলের মধ্যেই সরকারি ভাবে এই স্কীমের ঘোষণা করতে পারেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুধু তাই নয়, নতুন এই স্কীমের মাধ্যমে চার বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করার জন্য ১৭ থেকে ২১ বছর বয়সী যুবকদের নিয়োগ করা হবে।
আরও পড়ুন: মেলেনি বেশকিছু প্রশ্নের উত্তর, দ্বিতীয়বার ED দফতরের পথে রাহুল গান্ধী
এই চার বছরের কাজের মধ্যে চাকরি প্রার্থীদের প্রথম ছয় মাস প্রশিক্ষণ দেওয়া হবে। সরকারি তরফে তাঁদের জন্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা বেতন বরাদ্দ করা হয়েছে। এছাড়াও চিকিৎসা, বীমা সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাবেন তাঁরা। চার বছর পর এই সৈন্যদের মধ্যে মাত্র ২৫ শতাংশকে তাঁদের কাজে বহাল রাখা হবে।
চার বছর পর তাঁরা ক্যাডারে নিযুক্ত হয়ে আরও ১৫ বছর নন-অফিসার পদে চাকরি করতে পারবেন। এই চার বছরের জন্য তাঁরা ১১ লাখ থেকে ১২ লাখ আর্থিক প্যাকেজের সুবিধা ভোগ করবেন তবে চাকরি ছাড়ার পর তাঁরা আর পেনশন যোগ্য বলে বিবেচিত হবেন না।
আরও পড়ুন: মোদি সরকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতিই সার! ভরসা নেই বিরোধীদের
সূত্রের খবর,কেন্দ্রীয় সরকারের এই স্কীম সাফল্য লাভ করলে বছরে প্রায় ৫.২ লাখ কোটি পেনশন বিল মকুব হবে। যারফলে রাজস্ব আয় বাড়বে সরকারের।