দেশের খবর
লিভ-ইন সম্পর্কে সন্তানদেরও পৈতৃক সম্পত্তির অধিকার, রায় সুপ্রিম কোর্ট

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দীর্ঘদিন ধরে লিভ-ইন সম্পর্কে থাকলে সন্তান পাবে পৈতৃক সম্পত্তির অধিকার। লিভ-ইন সম্পর্কের কারণে জন্ম নেওয়া শিশুকে পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। কেরল হাইকোর্টের রায় খারিজ করে live-in relation নিয়ে মঙ্গলবার এক নজির বিহীন রায় ঘোষণা করল সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ।
সূত্রের খবর, ২০০৯ সালে কেরল হাইকোর্টে লিভ-ইন সম্পর্ক নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলা করার সময় অভিযোগ করা হয়েছিল যে, লিভ ইন সম্পর্কে থাকার ফলে সন্তান পৈতৃক সম্পত্তির অধিকার পাবে কি-না? সেই মামলার রায় দিতে গিয়ে কেরল হাইকোর্ট জানিয়েছিল, লিভ ইনে থাকা মানে তাঁরা স্বামী-স্ত্রী নয়। দীর্ঘ দিন একসঙ্গে থাকলে তা বিবাহের প্রমাণ হতে পারে না। যার ফলে সন্তান পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হবে।
আরও পড়ুন: মোদি সরকারের কর্মসংস্থানের প্রতিশ্রুতিই সার! ভরসা নেই বিরোধীদের
কেরল হাইকোর্টের এই রায়ের বিরোধীতা করে শীর্ষ আদালতের দুই বিচারপতি এস আবদুল নাজির এবং বিক্রম নাথের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, দীর্ঘ দিন ধরে কেউ লিভ-ইন সম্পর্কে থাকলে তা স্বামী-স্ত্রী হিসেবেই গণ্য করা হবে। সাক্ষ্য আইন ১৪৪ ধারা অনুসারে এই অনুমান করা যেতে। যার ফলে দীর্ঘ দিন ধরে কেউ সম্পর্কে থাকলে তাঁরা স্বামী-স্ত্রী বলেই স্বীকৃতি পাবেন।