এক কেজি মাছের দাম চল্লিশ হাজার টাকা, আঙ্গুল ফুলে কলা গাছ জেলের
Connect with us

আন্তর্জাতিক

এক কেজি মাছের দাম চল্লিশ হাজার টাকা, আঙ্গুল ফুলে কলা গাছ জেলের

সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) দক্ষিণ জনপদ জেলা অর্থাৎ খুলনার রূপসা পাইকারি মাছের আড়তে ২৩ কেজি গ্রাম ওজনের একটি ভোলা মাছ বিক্রির জন্য আনা হয়।

Bhola Fish
Rate this post

ডিজিটাল ডেস্ক : সম্প্রতি বাংলাদেশের (Bangladesh) দক্ষিণ জনপদ জেলা অর্থাৎ খুলনার রূপসা পাইকারি মাছের আড়তে ২৩ কেজি গ্রাম ওজনের একটি ভোলা মাছ বিক্রির জন্য আনা হয়। জানা যায়, মাছ বিক্রেতা এর দাম হাঁকিয়েছেন ৮ লাখ টাকার বেশি। বৃহস্পতিবার মাছটি বাজারের আড়ত মেসার্স মদিনা ফিশ ট্রেডার্সে তোলা হলে, সেটি দেখতে উৎসুক বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমে। এর আগে মঙ্গলবার বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় মাসুম বিল্লাহ নামের এক মৎস্যজীবীর জালে ধরা পড়ে মাছটি। মাছটি খুলনায় নিয়ে এসেছেন মাসুম বিল্লাহর সহযোগী মো. রহমত নামের এক ব্যক্তি ।

মাসুম বিল্লাহর বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনির কুড়িকাহুনিয়া গ্রামে।এছাড়া রহমত জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৬টার দিকে মাসুম বিল্লাহর জালে ভোলা মাছটি ধরা পড়ে। পরে মাছটি দুবলার চরে আনা হয়। সেখানেই কেজি প্রতি ৪০ হাজার টাকা দরে ২৩ কেজি ৬৮০ গ্রামের মাছটির এর দাম হয় ৮ লাখ ৪০ হাজার টাকা।

আরোও পড়ুন – হটাৎ আকাশে দেখা দিলো UFO শোরগোল পরেছে ইন্টারনেটে 

Advertisement

আরোও পড়ুন – দৈ’হিক মি’লনের সময় এই ভুলগুলো মহাবিপদ আনতে পারে !

রহমত আরও বলেন, আরও বেশি দামের আশায় মাছটি বিক্রি না করে খুলনার বাজারে নিয়ে এসেছেন। তবে আশানুরূপ দাম না পাওয়ায় এখন চট্টগ্রামে পাঠানোর পরিকল্পনা করছেন। খুলনা জেলা মৎস্য আধিকারীক জয়দেব পাল বলেন, ভোল মাছ যত বড় হয়, এর দাম তত বেশি হয়। সামুদ্রিক এই মাছের বায়ুথলি বা এয়ার ব্লাডার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ স্যুপ তৈরিতেও এই মাছ ব্যবহার করা হয়ে থাকে।

আরোও পড়ুন – গাড়িতে সিটবেল্ট না পরার শাস্তি পেলেন দেশের খোদ প্রধানমন্ত্রী

Advertisement

আরোও পড়ুন – একফোঁটা অহংকার নেই গায়ক ‘অরিজিৎ সিং’-এর ফের গর্বে চোখে জল ভক্তদের