আন্তর্জাতিক
সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট, বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হল হিন্দুদের বাড়ি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাংলাদেশের ফের আক্রান্ত হিন্দুরা। সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধি পোস্ট করায় এক হিন্দু ব্যক্তির বাড়ি জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে।
সূত্রের খবর, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নড়াইলের লোহাগড়া এলাকায়। অভিযোগ, একটি ফেসবুক পোস্টের জেরে শুক্রবার বাংলাদেশের নড়াইলের লোহাগড়ায় এক হিন্দু ব্যক্তির বাড়ি এবং একটি মন্দিরে আগুন ধরিয়ে দেয়।
শুধু তাই নয়, ওই ব্যক্তির বাড়ি লক্ষ্য করে হামলাকারীরা পাথরও নিক্ষেপ করে। স্থানীয় পুলিশ স্টেশনের পরিদর্শক হারান চন্দ্র পাল বলেন, ”শুক্রবার সন্ধ্যায় দিঘোলিয়া গ্রামে বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়াও একটি বাড়িতে অগ্নিসংযোগকারী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ সতর্কীকরণ গুলিও চালায়”।
আরও পড়ুন: লঙ্কায় অগ্নিমূল্য আলু, আনাজ থেকে জ্বালানি দামের ঠেলায় নাভিশ্বাস!
আরও জানা গিয়েছে, একজন যুবক ফেসবুকে কিছু পোস্ট করেছিলেন। যা নিয়ে মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ, এরপর কিছু দুষ্কৃতী ওই ব্যক্তির বাড়িতে হামলা চালায়। ঘটনায় পুলিশ যুবক আকাশ সাহা ও তার বাবা অশোক সাহাকে হেফাজতে নিয়েছেন।
আরও পড়ুন: অর্থনীতির বেহাল দশা, দু’দিন লাইনে দাঁড়িয়ে পেট্রোল কিনলেন শ্রীলঙ্কান ক্রিকেটার
উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের অভিযোগ এই প্রথম নয়। ২০১৩ সাল থেকে চলতি বছর পর্যন্ত হিন্দুদের উপর আক্রমণে বাংলাদেশে ৩ হাজার ৬৭৯টি হামলা হয়েছে। এর মধ্যে দেড় হাজারেরও বেশি বাড়িতে ভাঙচুর ও হামলা চালানোর অভিযোগ রয়েছে।