পদ্মা সেতু দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে আমন্ত্রণ শেখ হাসিনার
Connect with us

বাংলার খবর

পদ্মা সেতু দেখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে আমন্ত্রণ শেখ হাসিনার

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক বরাবরই ভালো। তা আরও একবার প্রমাণিত হল। এবার নবনির্মিত পদ্মা সেতু দেখার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমন্ত্রণপত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট বোন বলে সম্বোধন করে পদ্মা সেতু দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা।

আগামী সেপ্টেম্বরেই ভারত সফরে আসার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন শেখ হাসিনা। গত ২৫ জুন বহু প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন করেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী শেখ হাসিনা। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই দোতলা পদ্মা সেতু ইতিমধ্যেই বাংলাদেশের একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। এটি এশিয়ার অন্যতম দীর্ঘ সেতু। এবং বাংলাদেশের সব থেকে দীর্ঘতম সেতু।

এই সেতু দেখার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছেন শেখ হাসিনা। ঢাকায় প্রধানমন্ত্রীর সচিবালয় থেকেই নবান্নে এই চিঠি পাঠানো হয়েছে। এই আমন্ত্রণপত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ রইল। আগামী সেপ্টেম্বরে আমার নির্ধারিত নয়াদিল্লি সফরকালে আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ সৃষ্টি হবে বলে আশা রাখি। দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও আদর্শগত সাদৃশ্যের ওপর ভিত্তি করে বিদ্যমান সম্পর্ককে দৃঢ়তর করতে একযোগে কাজ করার বিকল্প নেই। পদ্মা সেতু বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতের আত্মিক বন্ধনকে আরও দৃঢ় করবে ও বাণিজ্যিক সম্পর্কে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে।’

Advertisement

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক বরাবরই মধুর। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশের বিখ্যাত ‘হাড়িভাঙা আম’ পাঠিয়েছিলেন শেখ হাসিনা। ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম দিন রাতের গোলাপী বলের টেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়। পরে আলাদা করে বৈঠক করেন দুই দেশের দুই জননেত্রী। পরে শান্তিনিকেতনে বিশ্বভারতীর অনুষ্ঠানেও একই মঞ্চে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেখ হাসিনাকে। এবার বোন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদ্মা সেতু দেখতে আসার আমন্ত্রণ পাঠালেন শেখ হাসিনা।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.