নাকা চেকিং চালানোর সময় মহিলা ইন্সপেক্টরকে পিষে খুন ট্রাকের
Connect with us

দেশের খবর

নাকা চেকিং চালানোর সময় মহিলা ইন্সপেক্টরকে পিষে খুন ট্রাকের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেআইনি খনির বিরুদ্ধে অভিযানে গিয়ে ট্রাকে পিষে নিহত হয়েছেন হরিয়ানার DSP সুরেন্দ্র সিং(৫৯)। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের প্রকাশ্যে এলো আরও এক মহিলা পুলিশ ইন্সপেক্টরের মৃত্যুর খবর।

বুধবার বিকেলে ঝাড়খণ্ডের রাঁচিতে গাড়ি চেকিং করার সময় এক মহিলা পুলিশ অফিসারকে ট্রাক পিষে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই মহিলা ইন্সপেক্টরের। পুলিশ জানিয়েছেন মৃতের নাম সন্ধ্যা টপনো। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাঁচির টুপুদানা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা পুলিশ ইন্সপেক্টরকে পিষে দিয়ে ঘটনাস্থল পালিয়ে যায় গাড়ির চালক। পরে সিসিটিভি ফুটেজের সাহায্যে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেন এবং গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়।

আরও পড়ুন: ভারত-চিন সীমান্ত ভয়াবহ দুর্ঘটনা! নিহত ১, নিখোঁজ ১৯ জন শ্রমিক

Advertisement

এই বিষয়ে রাঁচির এসএসপি কৌশল কুমার বলেন, “গাড়ি চেকিং করার সময় সন্ধ্যা টপনো নামের এক মহিলা সাব-ইন্সপেক্টরকে হত্যা করা হয়েছে। তাকে টুপুদানা থানার ইনচার্জ হিসাবে পোস্ট করা হয়েছিল। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে”।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে হরিয়ানার নুহ জেলার পাঁচগাওয়ে বেআইনি খনির বিরুদ্ধে অভিযানে যান ডিএসপি সুরেন্দ্র সিং। সেখানে পাথর বোঝাই চাকার তলায় পিষে মারা হয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিকে ডিএসপি খুনে রাজ্যের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা।

আরও পড়ুন: অন্তর্বাস খুলে NEET পরীক্ষায় বসতে হবে! কেরালায় হুলস্থুল

Advertisement

পুলিশ সূত্রে খবর, DSP-কে খুন করে গা ঢাকা দেন গাড়ির চালক ও খালাসীরা। সেখান থেকে পালিয়ে যান খনি মাফিয়ারাও। অভিযুক্তদের খোঁজ পেতে শুরু হয় জোর তল্লাশি। অবশেষে কয়েকঘণ্টা খোঁজাখুঁজির পর হদিশ মেলে চালকের। জখম ওই চালক আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাকে পুলিশি হেফাজতে নেওয়া হবে বলে জানা গিয়েছে।