Uncategorized
প্রেমিকের সঙ্গে কাঁটাতার পেরিয়ে দেখা করতে গিয়ে বাংলাদেশে আটক ভারতীয় তরুণী!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভালোবাসার টানে প্রেমিকের সঙ্গে দেখা করতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাড়ি দিলেন প্রেমিকা! এ যেন বীর-জারা সিনেমার বাস্তব চিত্রনাট্য। রিল লাইফে ভালোবাসার টানে জারা প্রীতি জিন্টার সঙ্গে দেখা করতে পাকিস্থানে ছুটে গিয়েছিলেন বীর তথা শাহরুখ খান। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান পুলিশের হাতে ধরা পড়ে হাজতবাস হয় তাঁর। এবার বাস্তবেও এমনটাই ঘটল। তবে একটু উল্টো।
প্রেমের টানে ভারত থেকে সীমান্তের কাঁটাতার পেরিয়ে অবৈধ ভাবে বাংলাদেশের পঞ্চগড়ে পৌঁছে গেলেন ভারতীয় তরুণী। তবে শেষরক্ষা হয়নি। বাংলাদেশ পুলিশ আটক করেছে ওই প্রেমিকাকে। বছর ১৭’র ওই তরুণীর নাম খুসনামা। তার বাড়ি উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার হরিয়ানা গ্রামে। বাবার নাম ইসরাইল হোসেন। গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি প্রকাশ্যে আনেন বাংলাদেশের পঞ্চগড় তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিয়াঁ। ওইদিন দুপুরেই বাংলাদেশের তেতুঁলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের এক বাড়ি থেকে তাঁকে আটক করে পুলিশ। প্রেমিকার আটকের খবর পেয়ে তাকে উদ্ধার করতে থানায় হাজির হন বছর ২১-এর বাংলাদেশি প্রেমিক আব্দুল লতিব ওরফে রাকিব। লতিফ বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী এলাকার ইসরাইলের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি রাতে প্রেমের টানে মুড়িখাওয়া সীমান্ত হয়ে পঞ্চগড়ের তেতুঁলিয়া থানার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে যায় খুসনামা। বাংলাদেশে প্রবেশের পরে তেতুঁলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দার পাড়া গ্রামের হাসিনুর রহমান নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। হাসিনুরই ওই তরুণীকে তাঁর বাড়িতে নিয়ে যান। গত বৃহস্পতিবার দুপুরে তেতুঁলিয়া মডেল থানার পুলিশ খবর পেয়ে ওই তরুনণীকে আটক করে থানায় নিয়ে যায়। প্রেমিকা খুসনামা বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুঁলিয়ায় এসেছে জেনে প্রেমিক আব্দুল লতিব ওরফে রাকিবও তেঁতুলিয়া থানায় ছুঁটে আসেন বলে জানিয়েছেন তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সায়েম মিয়াঁ। ওই তরুণীকে আটক করার পর খবর দেওয়া হয় বিজিবিকে। বিকেলে তারা ভারতের হাপ্তিয়াগছ বড়বিল্লা সীমান্তের জিরো লাইনে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠক করে। শুক্রবার সকাল ১০টায় দুই দেশের বিএসএফ আধিকারিকদের মধ্যে বৈঠকের পর ওই তরুণীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।