আন্তর্জাতিক
গভীর রাতে বৌমার সঙ্গে পরকীয়া, ঘরে ঢুকে যা করলেন শ্বশুর…

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অবৈধ সম্পর্কের আঁচ আগেই টের পেয়েছিলেন। রাতের অন্ধকারে বউমার ঘরে ঢুকতেই ‘থ’ শ্বশুর। বমাল সমেত চোর হাতেনাতে ধরলেন প্রৌঢ়।
ঘরের বউয়ের সঙ্গে গ্রামেরই এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। বিষয়টি অনেক আগেই বুঝেছিলেন শ্বশুর বাবাজী। সাবধানও করে দিয়েছিলেন বউমাকে। তাতেও কাজ হয়নি। শ্বশুরের সাবধাবানীর তোয়াক্কা না করেই স্বামীর অনুপস্থিতিতে গভীর রাতে প্রেমিকের সঙ্গে একঘরে অন্তরঙ্গ মুহুর্ত কাটাচ্ছিল বউমা। দরজার বাইরে তালা ঝুলিয়ে পুলিশ ডেকে এনে হাতেনাতে চোর ধরলেন শ্বশুর।
এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে প্রতিবেশী বাংলাদেশের উত্তর চরমঙ্গলের শশীভূষণে। ঘটনায় অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছেন পুলিশ। গৃহবধূর শ্বশুরবাড়ির লোকের অভিযোগের ভিত্তিতে আপাতত শ্রীঘরেই রয়েছে ওই যুবক। যদিও প্রেমিককে জেল থেকে ছাড়াতে নাছোড়বান্দা ওই গৃহবধূ।
আরও পড়ুন: ‘প্রিয় বন্ধু’ শিনজোর প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা মোদির
জানা গিয়েছে, প্রেমিককে না ছাড়লে স্বামীকে ডিভোর্স দেবে সে। ওই বধূর পরিবারের অভিযোগ, ”প্রায়ই গভীর রাতে তাঁদের বাড়িতে আসত সবুজ। বিষয়টি নিয়ে তাঁরা একাধিকবার বউমাকে সতর্ক করেছিলেন। কিন্তু, বউমা নিরুত্তাপ ছিলেন।”
বউমার দাবিতে তাঁরা অবাক বলেই জানিয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী জানান, এই ঘটনাটি ঘটেছে। বধূর পরিবারের অভিযোগে সবুজ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই বধূকে। পাশাপাশি পরিবারের সদস্যদের থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এখনও ওই বধূর স্বামীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সবদিক বিচার করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।