বিনোদন
“এ কেমন ভালোবাসা”? আদৌ কি ভালোবাসা নাকি অন্য কিছু বাংলাদেশি নায়িকার সাথে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা

বেঙ্গল এক্সপ্রেসঃ বাংলাদেশী নায়িকা শিরিন শিলা। তার একটা আপকামিং মুভির শুটিং চলাকালীন একটা ভিডিও সোশ্যাল মিডিয়া তুমুল ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে অনেকে তো হাসাহাসি করছে আবার অনেকেই সহানুভূতি ও জানাচ্ছে।
শিরিন শিলা ঢাকার ধামরাইলে দা রাইটার মুভির শুটিং করছিলেন। শুটিংয়ে ব্রেক দিলে নায়িকার সাথে এক ছেলে তার সাথে দেখা করে। সেলিব্রেটিদের ভক্ত অনেক রয়েছে তাদের সাথে দেখা করা স্বাভাবিক বিষয়। কিন্তু এ এক অন্যরকম ঘটনা। ওই ছেলের নাম মাসুদ রানা। মাসুদ নায়িকার কাছে এসে বলেন যে,সে অনেকদিন তার মায়ের সাথে কিছু খায়নি তার অনেক খিদে পেয়েছে তিনি কি তাকে খাওয়াবেন। নায়িকা বলেন, “এখন তো সম্ভব না বাবা আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি তুমি কিছু কিনে খেয়ে নিও”, এই বলে নায়িকা মাসুদকে হাতে কিছু টাকাও দেন। কিন্তু বলে না বসতে দিলে শুতে চায়, এইটা তেমনি বিষয়। মাসুদ রানা বলেন যে তিনি নায়িকার গাড়িতে উঠবেন তাকে যেন নায়িকা গাড়িতে ওঠায় এছাড়াও বলে যে তাকে যেন নায়িকা সাথে করে নিয়ে যায়, সে পড়াশোনা করতে চায়।
আরও পড়ুন- সাধারন মানুষের জন্য এসবিআই ব্যাংক আনলো দারুন সুবিধা এখনই চেক করুন
এই বলে মাসুদ রানা নায়িকাকে জড়িয়ে ধরে। নায়িকাও পিঠে হাত বুলিয়ে দেয়। এত অবধি সব ঠিক ছিল কিন্তু মজাদার টুইস্ট তো এবার এলো। জড়িয়ে ধরা অবস্থাতেই নায়িকাকে গালে চুমু খেতে যায় মাসুদ রানা নামক ওই ছেলে। আর নায়িকা সঙ্গে সঙ্গে মুখ পিছিয়ে নেন এবং চমকেও যান। সঙ্গে সঙ্গে সেখানে সরগোল পড়ে যায়। ওখানেই থাকা এক ব্যক্তি মাসুদ রানাকে নায়িকার থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। ওখানকার স্থানীয়রা বলেন যে ওর নাকি ছোটবেলা থেকেই মাথায় সমস্যা রয়েছে মাসুদ রানা মানসিক ভারসাম্যহীন তাই এ ধরনের কাজ করেছে।
এই ঘটনার ভিডিও তৈরি হয়েছে ভিডিওটি নায়িকা নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন “এ কেমন ভালোবাসা” পোস্ট করার সঙ্গে সঙ্গে ভিডিওটি যেন তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কমেন্টস করছেন । আবার অনেকে বলছেন এটা আপকামিং মুভি দা রাইটারের প্রমোশনের জন্য সম্পূর্ণ সাজানো নাটক। তবে এটা নাটক কিনা তা জানা যায়নি এখনো অব্দি। তবে মুভির ভালোই প্রমোশন হয়ে গিয়েছে। পরের দিন একটি ভিডিও আবার পোস্ট হয় যেখানে দেখা গিয়েছে যে, মাসুদ রানার বাড়িতে নায়িকা একজন লোক পাঠিয়ে তাকে নিয়ে আসবার জন্য বলেছেন। ওখানে বলেছেন যে গত দিনের ইচ্ছে পূরণের জন্য নায়িকা তাকে আনতে পাথিয়েছেন।
ভিডিও দেখতে লিঙ্কে ক্লিক করুনঃ https://fb.watch/kIv4bG-Ld1/?mibextid=Nif5oz