তথ্য পাচারের অভিযোগে আটক এনআইএ-এর প্রাক্তন অফিসার!
Connect with us

দেশের খবর

তথ্য পাচারের অভিযোগে আটক এনআইএ-এর প্রাক্তন অফিসার!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দেশের অন্যতম তদন্তকারী সংস্থা এনআইএ। এই এনআইএ-এর অফিসারদের তদন্তের ভিত্তিতে বহু নাশকতা ব্যর্থ হয়েছে। কোথাও কোনও নাশকতার চেষ্টা হলেই ছুটে গিয়ে সেই চেষ্টা ব্যর্থ করে কেন্দ্রীয় এই সংস্থা। এই এনআইএ-এর ওপর দেশের নিরাপত্তা অনেকটাই নির্ভর করে।

এবার এই এনআইএ-এর অফিসারদের সততা নিয়েই প্রশ্ন উঠে গেল। জানা গিয়েছে ভারতে লস্কর-ই-তৈবা (এলইটি)-র নেটওয়ার্ক তৈরিতে সাহায্য করার অভিযোগে শুক্রবার সংস্থারই এক প্রাক্তন অফিসারকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ধৃতের নাম অরবিন্দ দিগ্বিজয় নেগি।

মোটা অর্থের বিনিময়ে দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনের হাতে অরবিন্দ তুলে দিতেন বলে অভিযোগ। ভারতে সন্ত্রাসবাদী কার্যকলাপের পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এনআইএ জানিয়েছে, ওই জঙ্গি সংগঠনের সঙ্গে ধৃতের যোগাযোগ ছিল। তার প্রমাণ মিলেছে। তারপরই অরবিন্দকে শিমলা থেকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement