আন্তর্জাতিক
জ্বালানির ঘাটতি, দফায় দফায় লোডশেডিং-র সিদ্ধান্ত সরকারের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অর্থনৈতিক সঙ্কটে ভুগছে দেশ। জ্বালানির অপচয় রুখতে এবার দফায় দফায় এলাকা ভিত্তিক সারাদিনে কয়েক ঘণ্টা থাকবে না কারেন্ট। লোডশেডিং করে রাখা হবে গোটা এলাকা। তবে ভারত নয়, বিদ্যুৎ জ্বালানি সাশ্রয় করতে নয়া এই নিয়ম চালু করছে বাংলাদেশ সরকার।
সূত্রের খবর, লোডশেডিং-এর বিষয়ে বাংলাদেশের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বিদ্যুৎ-এর চরম সঙ্কট দেখা দেওয়ায় দেশজুড়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইরকম পরিস্থিতি আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে বলেও জানিয়েছেন তিনি। শুধু তাই নয় তিনি আরও জানান, দিনে অন্তত দু’তিন ঘণ্টা লোডশেডিং করে রাখা হবে। তবে কোথায় কখন লোডশেডিং করা হবে তা ঠিক করা হয়ে গিয়েছে।
আরও জানা গিয়েছে, যদিও পুরো এলাকা একসঙ্গে বিদ্যুৎহীন করা হবে না বলেই জানিয়েছে বাংলাদেশ সরকার। এলাকা ভিত্তিক সময় নির্ধারণ করে লোডশেডিং করা হবে। কোথায় কখন লোডশেডিং করা হবে তার একটি প্রাথমিক তালিকা করাও হয়েছে। শুধু তাই নয়, ভারতের মতোই এবার বাংলাদেশেও কখন কারেন্ট যাবে, কতক্ষণ এলাকায় লোডশেডিং থাকবে তা এসএমএস-র মাধ্যমে গ্রাহকদের আগাম জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: আফ্রিকায় নয়া আতঙ্ক, র্যাট ফিভারে মৃত ৩
এদিকে একটানা দীর্ঘক্ষণ লোডশেডিং এর কারণে সাধারণ মানুষকে অনেক সমস্যায় পড়তে হতে পারে! তার জন্য সরকারি তরফে সাধারণ মানুষের কাছে আগাম ক্ষমা চেয়ে নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ দফতর ও প্রশাসন কর্তৃপক্ষ।
এছাড়াও নির্দিষ্ট সময়ের বাইরে কোনও এলাকায় কারেণ্ট বন্ধ থাকলে গ্রাহকরা ফোন করে হেল্পলাইনে জানাতে পারবেন। এবং সঙ্গে সঙ্গে অভিযোগকারীর এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: ক্যান্সারে আক্রান্ত জো বাইডেন! নিজের মুখেই জানালেন মার্কিন প্রেসিডেন্ট
প্রসঙ্গত, প্রতিবেশী শ্রীলঙ্কার মতই চরম অর্থনৈতিক সঙ্কটে ভুগছে বাংলাদেশও। পরিস্থিতি যাতে খুব খারাপ না হয় তার জন্য আগাম সতর্কতা হিসেবে সরকারি তরফে নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। এছাড়াও জ্বালানি সঙ্কট রুখতে আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত দফায় দফায় এই লোডশেডিং রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।