দেশের খবর
অবসর নিল বিরাট! শেষ বেলায় ‘আদর’ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এক যুগেরও বেশি সময় ধরে দেশের সম্মান রক্ষায় নিয়োজিত থাকার পর অবশেষে অবসর নিল বিরাট। তবে এই বিরাট ক্রিকেটার বিরাট কোহলি নয়। রাষ্ট্রপতির বডিগার্ড ঘোড়া। বহু ঘটনার সাক্ষী থেকেছে হ্যানোভারিয়ান প্রজাতির তেজিয়ান ঘোড়া বিরাট।
অনেককেই রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রপতি ভবনে আসতে দেখেছে। আবার অনেককেই প্রাক্তন রাষ্ট্রপতি হয়ে চলে যেতে দেখেছে। দীর্ঘ কর্মজীবন পার করে এবার অবসর নিল রাষ্ট্রপতির বডিগার্ড ঘোড়া। বিগত এক দশক ধরে বাদামী রঙের বিরাট প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতির কনভয়ে যোগ্য সঙ্গত দিয়েছে। বুধবার দিল্লির রাজপথে শেষবারের মতো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিল বিরাট। ২০০৩ সাল থেকে রাষ্ট্রপতির দেহরক্ষীর দায়িত্বে ছিল বিরাট। স্বভাবে শান্ত বিরাট এত দিন দেশের শ্রেষ্ঠ নিরাপত্তা বাহিনীর অংশ হিসেবে কাজ করেছে। পিবিজি-তে মোট ২০০ কুলীন গোত্রের ঘোড়া রয়েছে।
তাদের মধ্যে অন্যতম সেরা ছিল বিরাট। রাষ্ট্রপতির দেহরক্ষী কমান্ডান্ট কর্নেল অনুপ তিওয়ারির মাউন্ট ছিল বিরাট। এ বছর তাকে চিফ অফ আর্মি স্টাফ কম্যান্ডেশন মেডেল দেওয়া হয়। কুচকাওয়াজ শেষে তাঁর সঙ্গেই শেষবারের মতো রাজপথ পেরিয়ে বিরাট ফিরে যায় আস্তাবলে। এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজপথে বিরাটের বিদায়বেলায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাকে সস্নেহে পিঠ চাপড়ে বিদায় জানান। বুধবার আজাদি কি অমৃত মহোৎসব উৎসবেরও সূচনা করেন রাষ্ট্রপতি। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এই প্রথম ফ্লাইপাস্ট করল ৭৫টি বিমান ও কপ্টার। মার্চ পাস্টে দেখা গেল দেশীয় প্রযুক্তিতে তৈরি এক হাজার ড্রোন।