দেশের খবর
গোয়া তৃণমূলের সাধারণ সম্পাদক দল ছাড়লেন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিন যতো এগিয়ে আসছে ততই নির্বাচনের পারদ চড়ছে। সমস্ত রাজনৈতিক দল যখন নিজেদের ঘর গুছিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক সেই মুহূর্তে অন্য চিত্র দেখা গেল গোয়ায়। গত কয়েকমাস ধরেই গোয়া দখলের জন্য ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল।
আগামী মাসেই গোয়া বিধানসভা নির্বাচন। কিন্তু ভোটের আগে অন্য চিত্র ফুটে উঠেছে। কারণ, গোয়ায় বিধানসভা নির্বাচনের আগে ঘাসফুল শিবিরে বড় ধাক্কা। দল ছাড়লেন গোয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যতীশ নায়েক। গোয়া তৃণমূলের সভাপতিকে তিনি ইস্তফাপত্র পাঠিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘দলীয় কাজকর্ম যেভাবে চলছে, তা দেখে আমি আর এই দলে থাকার কোনও উপযুক্ত কারণ খুঁজে পাচ্ছি না।
এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যাওয়ার জন্য আমি অপমানিত, ক্লান্ত এবং হতাশ বোধ করছি।’ এর আগে গোয়ায় তৃণমূল ছেড়েছেন অ্যালেক্সিও রোজিনাল্ডো লোরেনকো। গত ২১ ডিসেম্বর কলকাতায় এসে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। প্রাক্তন বিধায়ক লাভো মামলেদারও তৃণমূলে যোগ দিয়ে ফের কংগ্রেসে ফিরেছেন। বিধানসভা নির্বাচনের আগে একের পর এক নেতা দল ছাড়ায় কিছুটা ব্যাকফুটে তৃণমূল।