শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন লতা মঙ্গেশকরের শেষকৃত্য! শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, শচীন, শাহরুখ
Connect with us

আন্তর্জাতিক

শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন লতা মঙ্গেশকরের শেষকৃত্য! শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী, শচীন, শাহরুখ

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চোখের জল এবং পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল লতা মঙ্গেশকরের। মুম্বইয়ের শিবাজী পার্ক কিংবদন্তি সংগীতশিল্পী শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বলিউডের বিশিষ্ট তারকারা। সন্ধে সাড়ে ছটা নাগাদ ভারতরত্ন গায়িকার শেষকৃত্য সম্পন্ন হয়।

লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর পেয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে বিকালেই দিল্লি থেকেমুম্বাই উড়ে আসেন প্রধানমন্ত্রী।ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় কিংবদন্তি গায়িকাকে। একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশিষ্ট গীতিকার জাভেদ আখতার, আদিত্য ঠাকরে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, এনসিপি নেতা শরদ পাওয়ার, বলিউড তারকা শাহরুখ খান। যে শিবাজী পার্কে খেলে একদিন বড় হয়ে ছিলেন রবিবার সেই শিবাজী পার্কেই মাতৃসম ‘লতা দিদি’ কে শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন আরেক ভারতরত্ন শচীন তেন্ডুলকর। লতা মঙ্গেশকর বরাবরই ক্রিকেট এবং শচীনের ভক্ত ছিলেন। রবিবার তাই ‘মা’ কে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে এসেছিলেন সস্ত্রীক শচীন। লতাকে তিনি ‘মা’ বলে সম্বোধন করতেন। লতার গানের কোটি কোটি ভক্তের মধ্যে অন্যতম অনুরাগী শচীনন তেণ্ডুলকর। গায়িকারও যথেষ্ট কাছের ছিলেন তিনি।

লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানোর জন্য শিবাজী পার্কে দীর্ঘক্ষণ শায়িত রাখা হয় তাঁর মরদেহ। তাঁর শেষকৃত্য উপস্থিত ছিলেন তাঁর পরিবারের লোকজনও। তার মুখাগ্নি করলেন ভাই হৃদয়নাথ মঙ্গেশকর। গত ২৮ দিন ধরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতলে চিকিৎসাধীন থাকার পর রবিবার সকাল ৮ টা ১২ মিনিটে ৯২ বছর বয়সে প্রয়াত হন ‘নাইটেঙ্গল অফ ইন্ডিয়া’। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশ-বিদেশের মানুষ। রবিবার লুধিয়ানায় দলীয় সভায় লতা মঙ্গেশকরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারত সরকারের পক্ষ থেকে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দু’দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। লতা মঙ্গেশকরের মৃত্যুতে সোমবার ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। দু’দিনের শোক ঘোষণা করেছে কর্ণাটক সরকারও।

Advertisement

মুখ্যমন্ত্রী বাসবরাজা বোম্মাই জানিয়েছেন, আগামী দু’দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। বন্ধ থাকবে সব রকম সরকারি অনুষ্ঠান। শিল্পীর মৃত্যুতে সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার রবীন্দ্রসদনে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানানো হবে রাজ্য সরকারের পক্ষ থেকে। শুধু তাই নয়, আগামী ১৫ দিন ধরে গোটা শহরে বাজবে লতা মঙ্গেশকরের গান। রবিবার সকালে ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে লতা মঙ্গেশকরের মৃতদেহ সেনাবাহিনীর সুসজ্জিত গাড়িতে করে নিয়ে আসা হয় তাঁর বাসভবন প্রভুকুঞ্জ তে। সেখানে এসেই শেষ শ্রদ্ধা জানিয়ে যান অমিতাভ বচ্চন, অনুপম খের, জাভেদ আখতার সহ অভিনয় ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিরা। শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে উপচে পড়ে ভক্তদের ভিড়। এরপর তাঁর মরদেহ জাতীয় পতাকায় ঢেকে বিকালে শিবাজী পার্কের উদ্দেশ্যে রওনা দেয়। হাত জোড় করে প্রণাম করে মাতৃ সসম দিদিকে শেষ বিদায় জানান বোন তথা কিংবদন্তি গায়ক আশা ভোঁসলে। শনিবার ছিল সরস্বতী পুজো। আর রবিবার ভাসান হয়ে গেল সুরের স্বরস্বতীর।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.