আন্তর্জাতিক
চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল গয়া স্টেশন! ট্রেনে আগুন, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারাদেশ জুড়ে পালিত হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র উৎসব। বিভিন্ন আড়ম্বরে বিভিন্ন জাইগায় পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবেস। একদিকে যেমন ১২ হাজার ফুট ওপরে বরফে ঢাকা পর্বতে পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালন করছে সেনা।
তেমনি সারা দেশের বিভিন্ন জায়গায় পতাকা উত্তলনের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। সারা দেশ জুরে যখন দেশের প্রজাতন্ত্রকে আঁকড়ে ধরার চেষ্টা চলছে ঠিক তখন উল্টো চিত্র দেখা গেল বিহারে। বিহারে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন-টেকনিক্যাল পপুলার ক্যাটেগরির গ্রুপ ডি কর্মচারী নিয়োগের পরীক্ষায় অনিয়মের অভিযোগে বুধবার সকালে উত্তাল হয়ে উঠল বিহারের গয়া স্টেশন। সকাল থেকেই স্টেশন চত্বরে ভির বাড়তে শুরু করে আন্দোলনকারী পরীক্ষার্থীরা। তাদের দাবি, দুই বছর আগে জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী রেলের প্রথম পরীক্ষা নেওয়া হলেও এখনও পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা নিয়ে কিছু জানানো হয়নি এবং প্রথম পরীক্ষার রেজাল্টও বের করা হচ্ছে না।
অবিলম্বে রেজাল্ট বের করার দাবি জানাতে শুরু করে তারা। ধীরে ধীরে আন্দোলনকারীরা উত্তেজিত হতে শুরু করে। গয়া পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলে আন্দোলনকারীরা পুলিশের ওপর ইট বৃষ্টি শুরু করে এবং স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন লাগিয়ে দেয়। এরপর বিশাল পুলিশ বাহিনি এবং র্যাফ এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। গুরুতর আহত হন দুই পক্ষের বেশ কয়েকজন। এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছিলেন পরীক্ষার্থীরা।
তবে প্রজাতন্ত্র দিবসের দিন সেই আন্দোলন চরম সীমায় পৌঁছল। এর আগে বিক্ষোভকারীরা তুমুল বিক্ষোভ দেখান পাটনার রাজেন্দ্রনগরে। বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে দিল্লি-কলকাতা রেলপথ। একের পর এক ট্রেন বিক্ষোভের জেরে থমকে যায়। আর বুধবার সকাল থেকে অবরোধ চলে পাটনা-গয়া রেলপথে। তবে ঘণ্টাখানেক ঝামেলার পর আন্দোলন থিতু হয়। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ। শুধু কি চাকরি প্রার্থীদের আন্দোলন নাকি এর সাথে বড় কোন চক্র জরিত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।